অরিজিৎ সিং মানেই মন ভালো, খারাপ সব মুহূর্তের গান। অরিজিৎ সিং মানেই দেশে, বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লাখো ভক্ত। টলিউড তো বটেই বলিউডের অন্যতম ব্যস্ত গায়ক তিনি। আর এ হেন ব্যক্তির কাছে কিনা টাকা নেই। টাকার অভাবে মেটাতে পারছেন না মনের সাধ! দুঃখের কথা জানিয়ে কী লিখলেন?
কী লিখছেন অরিজিৎ সিং?
গত ৩০ অক্টোবর অরিজিৎ সিং তাঁর মনের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে তিনি লিখেছেন, তাঁর মনের একটি অপূর্ণ সাধের কথা। কী? ক্লাসিক্যাল গান সংক্রান্ত। এই বিষয়ে গায়ক তাঁর সেই পোস্টে লেখেন, ' ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত আমায় বাঁচিয়ে রাখে। আমি মুক্ত সেটা মনে করায়। ইস, আমি ভাবছিলাম গান কেনার মতো বা সেগুলো চালানোর মতো আমি যদি অর্থনৈতিক ভাবে আরও একটু শক্তিশালী হতাম। সঙ্গীত শিল্পীদের জন্য এই লড়াইটা তাহলে হয়তো অতটাও অর্থহীন হতো না। সবাই নিজের মতো গান বাজনা করতে পারত। আমিও মনে করতাম আমি ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতে ফিরতে পেরেছি। কিন্তু না, এবার হল না।'
আরও পড়ুন: ইকলাখের খোলস ছেড়ে দেব এবার ‘শ্যাম’! দীপাবলির শুভেচ্ছা জানিয়ে খাদানের কোন আপডেট দিলেন?

প্রসঙ্গত আগামীতে শুরু হচ্ছে অরিজিৎ সিংয়ের গোটা ভারত ব্যাপী সঙ্গীতের সফর। তবে সেই সফরে নাম নেই কলকাতার। সম্প্রতি তিনি লন্ডনে একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে তাঁকে আরজি কর ঘটনা নিয়ে লেখা গান আর কবে গাওয়ার অনুরোধ করেন এক ব্যক্তি। অরিজিৎ সিং কঠোর ভাষায় সেটার বিরোধিতা করেন। জানান প্রতিবাদ প্রতিবাদের জায়গায়। কনসার্ট কনসার্টের জায়গায়। সেই বিয়ে বিস্তর বিতর্ক হয়।