আসমুদ্রহিমাচল বুঁদ তাঁর সুরের জাদুতে। বলিউড জুড়ে তাঁর রাজত্ব। এই মুহূর্তে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির 'হিট মেশিন' বলা হয় অরিজিৎ সিং-কে। জিয়াগঞ্জের এই ভূমিপুত্র আজ জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন। ২৫শে এপ্রিল অরিজিৎ সিং-এর জন্মদিন।
জন্মদিন সেলিব্রেট করতে ভালোবাসেন না অরিজিৎ। তার কাছে বছরের বাকি ৩৬৪টা দিনের মতো এটাও একটা দিন মাত্র। নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার সামনে আনতে পছন্দ করেন না অরিজিৎ। কিন্তু অরিজিতের প্রেমের গল্প হার মানাবে বলিউডের যে কোনও রোম্যান্টিক ফিল্মের স্ক্রিপ্টকে।
গোপনে কোয়েলকে বিয়ে করেন অরিজিৎ
ছোটবেলার বন্ধু কোয়েল রায় অরিজিৎ সিংয়ের দ্বিতীয় স্ত্রী। কিন্তু কোয়েলর আগেও একবার বিয়ে করেছিলেন অরিজিৎ। এক বছরও টেকেনি সেই বিয়ে, সংসার করেননি গায়ক। তবে খাতায় কলমে বিবাহিত ছিলেন। এরপর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২০১৪ সালের জানুয়ারিতে তারাপীঠ মন্দির কোয়েলকে গোপনে বিয়ে করেন অরিজিৎ। অরিজিতের মতো এটা কোয়েলেরও ছিল দ্বিতীয় বিয়ে। সন্তান কোলে অরিজিতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল। ১০ বছরের সুখী দাম্পত্য তাঁদের।
কোয়েল অরিজিতের স্কুলজীবনের প্রেমিকা
একসঙ্গে পড়াশোনা করতেন অরিজিৎ-কোয়েল, বলা ভালো সোমু আর ঝুমা। স্কুলজীবন থেকেই পরস্পরকে চোখে হারাতেন তাঁরা। ‘ফেম গুরুকুল’-এর মঞ্চেও কোয়েলকে ভালোবাসার কথা ফলাও করে বলেছিলেন অরিজিৎ। কিন্তু ভাগ্যের পরিহাসে আলাদা হন তাঁরা। মুম্বইতে অরিজিৎ যখন স্ট্রাগল করছেন নিজের পরিচিত তৈরির জন্য তখন নিজের অমতেই অন্যত্র বিয়ে হয় কোয়েলের। সেই বিয়ের সুখের হয়নি।

কে অরিজিতের প্রথম স্ত্রী?
অন্যদিকে মুম্বইতে পায়ের নীচে মাটি শক্ত হতেই কোয়েলের হাতটা ফের শক্ত করে ধরেন অরিজিৎ। ততদিনে গায়কের প্রথম বিয়েও ভেঙেছে। উইকিপিডিয়া-সহ বহু সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, ২০১৩ সালে অরিজিৎ নাকি গাঁটছড়া বেঁধেছিলেন ফেম গুরুকুলের বিজয়ী রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বছর তিনেক আগে এই মিথ্যা রটনাকে উড়িয়ে রূপরেখা পরিষ্কার জানিয়েছিলেন, 'না, আমি অরিজিত সিং-এর প্রথম পক্ষের বউ নই। কিন্তু প্রশ্ন হল, রূপরেখা না হলে অরিজিতের প্রথম স্ত্রীকে?
জানা যায়, পরিবারের পছন্দ মেনে মুর্শিদাবাদেরই এক মেয়েকে বিয়ে করেছিলেন গায়ক। তবে শুধু আইনি মতে। ২০১৩ সেপ্টেম্বরে তাঁদের ডিভোর্স চূ়ড়ান্ত হয়। গ্ল্যামার দুনিয়া বা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অরিজিতের দুই স্ত্রীর নামে অদ্ভূত মিল রয়েছে, শোনা যায় তাঁর প্রথম স্ত্রীর নামও কোয়েল! অরিজিতের নামের সঙ্গে নিজের নাম জড়াতে চান না তিনি, তাই মিডিয়ার অগোচরে থাকাতেই ভালোবাসেন তিনি। তিনিও আজ মনের মানুষের সঙ্গে ঘর পেতে সুখে সংসার করছেন।
'আমি ওঁর প্রথম পক্ষের বউ নই’: রূপরেখা
নলীনাক্ষ ভট্টাচার্যের সঙ্গে সুখী দাম্পত্য রূপরেখা। ১৩ বছরের বিবাহিত জীবন তাঁরা। দু-বছর আগে অরিজিতের সঙ্গে বিয়ের জল্পনা উড়িয়ে রূপরেখা বলেছিলেন, ‘অনেকদিন ধরেই আমি দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে, প্রথমে আমি গুরুত্ব দিইনি কারণ সেলেবদের সঙ্গে এটা ঘটেই থাকে। কিন্তু দিন দিন এটা বেড়েই চলেছে… আমি নিজেও গায়ক অরিজিত সিংয়ের ভক্ত। অরিজিত কাকে প্রথম বিয়ে করেছিল সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওঁর প্রথম পক্ষের বউ নই’।
প্রেম থাকলে কোনও কিছুই বাঁধা হয়ে দাঁড়ায় না, প্রমাণ করে দিয়েছেন অরিজিৎ-কোয়েল। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিত। দুুই ছেলে আলি ও জুলকে নিয়ে সুখী সংসার অরিজিৎ ও কোয়েলের।