আরজি কর কাণ্ডের জেরে প্রতিবাদে মুখর কলকাতা। আর এই প্রতিবাদের হাতিয়ার হয়েছে অরিজিৎ সিং-এর লেখা-সুরকরা গান ‘আর কবে?’ এই গান গেয়েই রাস্তাঘাটে প্রতিবাদে নেমেছেন বহু জনতা। ১৫ সেপ্টেম্বর, রবিবার যখন আরও একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে মানুষের ঢল নামে, তখনও অনেক জায়গাতে প্রতিবাদের ভাষা হয়েছিল অরিজিতের 'আর কবে?' ঠিক তখনই লন্ডনের কনসার্টে এড শিরানের সঙ্গে যুগলবন্দীতে ঝড় তুললেন অরিজিৎ সিং।
সোমবার অরিজিৎ নিজেই এড শিরানের সঙ্গে সেই অনুষ্ঠানের কয়েকটুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অরিজিৎ লেখেন, ‘#লন্ডন, গতকাল রাতে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালোবাসা ও কৃতজ্ঞতা।’ অরিজিতের শেয়ার করা এই ছবিতে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরাও।
প্রসঙ্গত, এর আগে মুম্বইয়ের এক অনুষ্ঠানে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে পারফর্ম করেছিলেন এড শিরান। ২০২৪-এর এশিয়া-ইউরোপ ট্যুরের অংশ হিসাবে গত মার্চ মাসে ভারতে এসেছিলেন এড শিরান। আর তখনই পঞ্জাবের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে পারফর্ম করেছিলেন এড শিরান। আর এবার তিনি অরিজিতের সঙ্গে জুটি বাঁধলেন খোদ লন্ডনের বুকে।
অন্যদিকে গত ২ অগস্ট নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন অরিজিৎ সিং। যেকারণে নিজের সমস্ত কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ। সেসময় তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করে লিখেছিলেন, 'সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।'
হ্য়াঁ, অরিজিতের কথা মতো তাঁর এবারের লন্ডনের শো সত্যিই আরও একবার ম্যাজিক্যাল হয়ে উঠলও বটে। সঙ্গে আরও একটু নিজের জাদু যোগ করলেন এড শিরান।