নতুন ছবি নিয়ে ফিরছেন বাবুল সুপ্রিয় সে খবর বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। অরিন্দম শীলের পরিচালনায় 'উৎসব এর রাত্রি' ছবিতে দেখা যাবে গায়ককে। কিন্তু আনন্দবাজার অনলাইনকে গায়ক জানিয়েছেন যে, ফুটবল খেলতে গিয়ে সপ্তাহ তিনেক আগে হাতের কব্জির হাড় ভেঙে গিয়েছিল তাঁর। তবে তাতে থেমে নেই কাজ। এই অবস্থায় কী ভাবে শ্যুটিং করছেন বাবুল? তাই সাক্ষাৎকারে জানালেন তিনি।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে বাবুল বললেন, ‘ইচ্ছে থাকলেই উপায় হয়। শটের সময় গার্ডটা খুলে রাখছি। তার পর আবার পরে নিচ্ছি।’ তবে অনেক দিন তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। একসময় 'চাঁদের বাড়ি' ছবিতে অসাধারণ অভিনয় করে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে নজর কেড়েছিলেন বাবুল। তাছাড়াও সৃজিত মুখোপাধ্যয়ের 'উমা' ছবিতে তাঁর করা চরিত্র বিশেষ ভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তবে মাঝে বেশ কয়েক বছর অভিনয়ে জগত থেকে সরেছিলেন তিনি। কিন্তু আবার তাঁর পছন্দের কাজ করতে পেরে বাবুল যে বেশ খুশি ও উত্তেজিত তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: মনস্তাত্ত্বিক ছবিতে প্রিয়ঙ্কা ও ঋষি কৌশিক, কেমন হবে রোহন সেনের নতুন ছবি কন্যা?
আর তাই ভাঙা হাত নিয়েও খুব একটা মাথা ঘামাচ্ছেন না নায়ক। পরিচালক অরিন্দম শীলের কথায়, ‘বাবুলের হাতে প্লাস্টার ছিল। কাঠমিস্ত্রিরা কাজ করছিলেন। কোনও ডাক্তারের কাছে না গিয়ে ও নিজে মিস্ত্রিদের দিয়ে হাতের প্লাস্টার কাটিয়েছে! কাজের প্রতি এই একনিষ্ঠতা আমার মন ছুঁয়ে গিয়েছে।’ পরিচালকের কথার রেশ টেনে বাবুল বলেন, ‘আরও তিন সপ্তাহ পর প্লাস্টার কাটার কথা ছিল। কিন্তু শ্যুটিং তো করতেই হবে। ওষুধের জন্য দেখলাম, ব্যথা কম। প্লাস্টারের মধ্যে একটা স্কেল ঢুকিয়ে মিস্ত্রিকে বললাম কাটার মেশিনটা চালিয়ে দিতে।’
প্রসঙ্গত, তাঁদের ছবিটি মূলত একটি প্রেমের গল্প। বাবুলের চরিত্রটির সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে। সেখানেই তার সঙ্গে একটি মেয়ের আলাপ হয়। কিন্তু নানা ঘটনায় তারা আলাদা হয়ে যায়। যোগাযোগেরও কোনও উপায় থাকে না। কিন্তু বাহিক্য ভাবে তারা আলাদা হয়ে গেলেও মানসিক ভাবে আলাদা হতে পারে না। তারা দুজনেই একে অপরের প্রতি টান অনুভব করে। আর সেই টান থেকে দু'জনেই দু'জনকে খুঁজতে শুরু করে। সেই খোঁজার মধ্যে দিয়ে ধরা দেয় নতুন নতুন চমক। কিন্তু কী সেই চমক তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।
আরও পড়ুন: হাতে নেই কাজ, গুহামানব সেজে মুম্বইয়ের রাস্তায় ঘুরছেন আমির খান? জানুন আসল সত্যি
ক্যামেলিয়া প্রোডাকশনসের ওটিটি মাধ্যম ফ্রাইডে-তে দেখা যাবে ছবিটি। ছবিতে অরুণিমাকে বাবুল বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রত্না ঘোষাল, অসীম রায়চৌধুরী, যুধাজিৎ সরকার প্রমুখ।