পরিচালক অরিন্দম শীল লিখলেন, ‘সাবাশ ফেলুদা’র শ্যুটিং শুরু হয়েছে মঙ্গলবার থেকে, কাজ নিয়ে সকলে এতটাই উত্তেজিত যে সেই উত্তেজনাই এই ঠাণ্ডার মধ্যেও তাঁদের গরম রাখতে সাহায্য করছে।
3/8অরিন্দম শীল পরিচালিত এই সিরিজে ফেলুদা হিসাবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তোপসে হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্যায়, এছাড়াও এই সিরিজে অরিন্দমের অন্যতম কাণ্ডারী রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী। রয়েছেন আরও অন্যান্য অভিনেতারাও।
4/8গ্যাংটকে শুরু হয়েছে অরিন্দম শীলের 'ফেলুদা'র শ্যুটিং। প্রথমদিনের শ্যুটিংয়ের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক নিজেই।
5/8 OTT প্ল্যাটফর্ম Zee5-এ আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। প্রথম সিজনের গল্প সত্যজিৎ রায়ের লেখা 'গ্যাংটকে গণ্ডগোল'।
6/8পরিচালক লিখেছেন, ‘সাবাশ ফেলুদা’র শ্যুটিং শুরু হয়েছে মঙ্গলবার থেকে, কাজ নিয়ে সকলে এতটাই উত্তেজিত যে সেই উত্তেজনাই এই ঠাণ্ডার মধ্যেও তাঁদের গরম রাখতে সাহায্য করছে।
7/8এই ফেলুদা সিরিজে পুলিস অফিসারের ভূমিকায় দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে শশধর বোসের চরিত্রে। রুদ্রনীল ঘোষকে দেখা যাবে নিশিকান্ত সরকারের ভূমিকায়।
8/8এর আগে ঋতব্রত এই সিরিজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, 'এর আগেও আমার কাছে তোপসে হওয়ার প্রস্তাব এসেছে। কিন্তু বিভিন্ন কারণে আমি তা করতে পারিনি। এমনকি পরমদার (পরমব্রত চট্টোপাধ্যায়) পরিচালনাতেও যখন ফেলুদা হয়েছিল, তখনও আমাকে তোপসে করার কথা বলা হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় করতে পারিনি। তবে এবার করছি। আমার ব্যাক্তিগতভাবে ফেলুদা হিসাবে পরমদাকে একেবারেই পারফেক্ট মনে হয়।