আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যে হুলুস্থুল কাণ্ড। প্রতিবাদে পথে নেমেছেন শিল্পীরা। এরই মাঝে টলিপাড়ায় বড় খবর। যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড (বরখাস্ত) করা হল পরিচালক অরিন্দম শীলকে। ইতিমধ্যেই এই বিষয়ে পরিচালককে নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। এবিষয়ে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) সভাপতি সুব্রত সেন বলেন, মহিলা কমিশনের তরফে অভিযোগ আসার পরই তাঁরা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সকলের সম্মতিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যেদিন তিনি নির্দোষ শংসাপত্র পাবেন, সেদিন আবারও কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন সুব্রত সেন। তবে সুব্রত সেন জানিয়েছেন, পরিচালক অরিন্দম শীল যদি স্বাধীনভাবে কাজ করতে চান, তাঁর সঙ্গে যদি কোনও প্রযোজক কাজ করেন, তাহলে ডিরেক্টরস গিল্ডেপ কোনও বক্তব্য নেই।
এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কী বক্তব্য অভিযুক্ত পরিচালক অরিন্দম শীলের?
অরিন্দম শীলের বক্তব্য, ‘আমাকে বলা হয়েছে আমি শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সেসময় কিন্তু ক্য়ামেরা পার্সন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন। গতকাল (শুক্রবার) মহিলা কমিশনের তরফে যখন আমায় ডাকা হয়েছিল, তখন আমি সেখানেও বলেছি যে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন। ওঁর মনে হয়েছে আমি অশালীন আচরণ করেছি। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। যদিও মহিলা কমিশনের তরফে আমায় চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। আমার সহকারী পরিচালক ও ফটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্ম সাক্ষী হিসেবে রয়েছে। আর তাঁরা আমার বিরুদ্ধে যে নোটিস জারি করা হয়েছে, তাঁদের তরফে আমার বিরুদ্ধে আনা বরখাস্তের নোটিস আপাতত স্থাগিত রাখা হয়েছে। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনও রকম কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।’