বাংলা নিউজ > বায়োস্কোপ > Arindam Sil: যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

Arindam Sil: যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

সাসপেন্ড অরিন্দম শীল

জানা যাচ্ছে, অনির্দিষ্ট কালের জন্য পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছেন ডিরেক্টরস গিল্ড।

আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যে হুলুস্থুল কাণ্ড। প্রতিবাদে পথে নেমেছেন শিল্পীরা। এরই মাঝে টলিপাড়ায় বড় খবর। যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড (বরখাস্ত) করা হল পরিচালক অরিন্দম শীলকে। ইতিমধ্যেই এই বিষয়ে পরিচালককে নোটিস পাঠানো হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। এবিষয়ে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) সভাপতি সুব্রত সেন বলেন, মহিলা কমিশনের তরফে অভিযোগ আসার পরই তাঁরা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সকলের সম্মতিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যেদিন তিনি নির্দোষ শংসাপত্র পাবেন, সেদিন আবারও কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন সুব্রত সেন। তবে সুব্রত সেন জানিয়েছেন, পরিচালক অরিন্দম শীল যদি স্বাধীনভাবে কাজ করতে চান, তাঁর সঙ্গে যদি কোনও প্রযোজক কাজ করেন, তাহলে ডিরেক্টরস গিল্ডেপ কোনও বক্তব্য নেই।  

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কী বক্তব্য অভিযুক্ত পরিচালক অরিন্দম শীলের?

অরিন্দম শীলের বক্তব্য, ‘আমাকে বলা হয়েছে আমি শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সেসময় কিন্তু ক্য়ামেরা পার্সন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন। গতকাল (শুক্রবার) মহিলা কমিশনের তরফে যখন আমায় ডাকা হয়েছিল, তখন আমি সেখানেও বলেছি যে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন। ওঁর মনে হয়েছে আমি অশালীন আচরণ করেছি। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। যদিও মহিলা কমিশনের তরফে আমায় চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। আমার সহকারী পরিচালক ও ফটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্ম সাক্ষী হিসেবে রয়েছে। আর তাঁরা আমার বিরুদ্ধে যে নোটিস জারি করা হয়েছে, তাঁদের তরফে আমার বিরুদ্ধে আনা বরখাস্তের নোটিস আপাতত স্থাগিত রাখা হয়েছে। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনও রকম কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌স্বামী–প্রেমিক দু’‌জনের সঙ্গেই থাকতে চাই’‌, গৃহবধূর আবদারে চাপে ভূপতিনগর পুলিশ Kitchen Cleaning Tips: রান্নাঘরের চিমনি কীভাবে পরিষ্কার করবেন? ‘আমেরিকার বাজারে ঢুকেই চূড়ান্ত সফল আমূল, এবার লক্ষ্য ইউরোপ’ কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.