রবিবার বারাণসীতে দেখা গেল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও স্বামী-রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে। দম্পতি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নিয়েছিলেন। তাঁদের ছবি-ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
বেনারসে পরিণীতি-রাঘবের পুজো
তাঁদের সাথে রাঘবের মা এবং পরিবারের অন্য সদস্যরা ছিলেন। অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি সবুজ রঙের এথনিক পোশাক। আর রাঘবকে দেখা গেল, সাদা কুর্তা আর পাজামায়। হাত জোড় করে দুজনেই ব্যস্ত ছিলেন গঙ্গা প্রণামে। রাঘবের গায়ে একটি লাল রঙের ওড়নাও দেখা যায়।
আরও পড়ুন: কপিলের শো-তে ফিরলেন সিধু, কেন বাদ যান ২০১৯-এ? দর্শকদের প্রশ্ন, অর্চনার কী হবে
গঙ্গা সেবা নিধির সভাপতি সুশান্ত মিশ্র জানিয়েছেন, পরিণীতি ও রাঘব তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মা গঙ্গার পুজো করেছেন। আরতি করার পাশাপাশি ওরা দুজনে বসে আরতিও দেখেছেন। ‘ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঘাটে প্রচুর ভক্তও জড়ো হয়েছিল। ওঁরা জানিয়েছেন যে, আবার আসবেন। বলেছেন, এটি তাঁদের জীনের অন্যতম দুর্দান্ত মুহূর্ত।’
তাঁদের স্বাগত জানান, গঙ্গা সেবা নিধির সভাপতি সুশান্ত মিশ্র, প্রতিষ্ঠাতা সদস্য ইন্দু শেখর শর্মা, কোষাধ্যক্ষ আশিস তিওয়ারি এবং সচিব হনুমান যাদব।
গত মাসে পরিণীতি ও রাঘব স্বামী শঙ্করাচার্য শ্রী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বাড়িতে যাওয়ার ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। পরিণীতি এই সফরের ফলে 'ধন্য' বোধ করার কথাও লিখেছেন।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস হোটেলে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। এতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ ও রাজনীতিবিদরা। মলদ্বীপে রাঘবের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন পরিণীতি। সমুদ্র সৈকতে সাইকেল চালানো থেকে শুরু করে হাতে হাত রেখে হাঁটাচলা, নানা সুন্দর আর রোম্যান্টিক মুহূর্তও তাঁরা ভাগ করে নেন।
কাজের সূত্রে, পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল অমর সিং চামকিলা ছবিতে, যেখানে তিনি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করেছিলেন। ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটি চলতি বছরের মার্চে নেটফ্লিক্সে মুক্তি পায়।