মঙ্গলবারের দুর্গাপুজো কার্নিভাল এবারে ছিল জৌলুসবিহীন। খুব কম সংখ্যক তারকা এসেছিলেন তৃণমূল সরকারের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে। যার মধ্যে অন্যতম ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখা নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। তাঁর মিঠাই সিরিয়াল ছিল সুপার-ডুপার হিট। সঙ্গে কাজ করেন দেবের নায়িকা হিসেবে প্রধান-এও। এছাড়াও সৌমিতৃষা বরাবরই ঘাসফুল-ঘনিষ্ঠ। তাই মঙ্গলবার কার্নিভালে আসা নিয়ে তিনি বলে বসেন, ‘ট্রোল হওয়ার ভয়ে যদি কেউ ভাবেন যাবেন না (কার্নিভালে), তবে আমি বলব, তাঁদের মেরুদণ্ড নেই।’
এবার এই নিয়ে মুখ খুললেন অরিত্র দত্ত বণিক। তিনি সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার নাম উল্লেখ না করেই লিখেছেন, ‘যারা চিকিৎসকদের দাবীর পক্ষে লড়ছেন তাঁদের মেরুদণ্ড নেই, বা হয়তো স্পন্ডেলাইটিস রয়েছে, যেমন আমি। এ ছাড়া আর কার কার বাতের ব্যথা আছে হাত তুলুন। চিন্তা নেই, চিকিৎসকেরা আমাদের চিকিৎসা করে দিতে আপত্তি করবেন না।’
আরও পড়ুন: ‘তুমি এমন বড় তারকাও হয়ে যাওনি যে…’, আদিত্য চোপড়া কেন বলেছিলেন বরুণকে?
এদিকে আবার বিজেপি-ঘনিষ্ঠ অভিনেত্রী রূপা ভট্টাচার্য তো সৌমিতৃষার তুলনা করে ফেলেছেন পুঁটি মাছের সঙ্গে। তিনি পোস্ট করলেন, ‘একটু খানি জলে পুঁটি মাছ ফরফর করে’। বলে রাখা ভালো, সৌমিতৃষার খুব কাছের মানুষরাই এবার আসেননি কার্নিভালে। যেমন দেব-রুক্মিণী মৈত্র, রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা। দেখা মেলেনি মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিকদেরও।
আরও পড়ুন: মমতার কাছে ‘নালিশ’ ঋতুপর্ণার? ভাইরাল শ্রীলেখার পোস্ট, বললেন, ‘দুটোই স্কিমবাজ’
আরও পড়ুন: সলমন খানকে বার্তা দিতেই বিষ্ণোই গ্যাং হত্যা করল বাবা সিদ্দিকিকে? বাড়ছে সন্দেহ
সৌমিতৃষার বক্তব্য ভাইরাল:
হলুদ শাড়িতে পাটরানি সেজে এদিন কার্নিভালে গিয়েছিলেন সৌমিতৃষা। মঙ্গলবার সকালে তিনি এই নিয়ে টিভিনাইনকে বলেছিলেন, ‘ওখানে গিয়ে যদি বিতর্কের মুখে পড়তে হয় তো হবে। তখন দেখা যাবে। আমি আন্দোলনের বিরোধী নই। কিন্তু দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে যে ভিড় দেখলাম। নতুন জামা পরে, ঠাকুর দেখলাম, আর কার্নিভাল হবে না, এটার কোনো অর্থ হয় না। বছরকার দিন মা চলে যাচ্ছে। আর কেউ যদি ট্রোল হওয়ার ভয়ে কার্নিভালে না আসে তাহলে আমি বলব তাঁরা মেরুদণ্ডহীন।’
কাজের সূত্রে, সৌমিতৃষাকে এরপর দেখা যাবে ওটিটি সিরিজ কালরাত্রিতে। এছাড়াও ১০ই জুন নামে একটি সিনেমারও শ্যুট শেষ করেছেন তিনি, যাতে বিপরীতে রয়েছেন সৌরভ দাস।