বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata Chatterjee-Arjun Chakraborty: এবার ফুটবল বেটিংয়ের গল্প বড়পর্দায়! অরিত্রের ছবির সারথি হলেন অর্জুন

Parambrata Chatterjee-Arjun Chakraborty: এবার ফুটবল বেটিংয়ের গল্প বড়পর্দায়! অরিত্রের ছবির সারথি হলেন অর্জুন

এবার ফুটবল বেটিংয়ের গল্প বড়পর্দায় আনছেন অরিত্র

Parambrata Chatterjee-Arjun Chakraborty: অরিত্র সেন এবার বড়পর্দায় নিয়ে আসছেন বেটিংয়ের গল্প। ধরা পড়বে অর্জুন এবং তাঁর মেন্টর পরমের গল্প।

ফের নতুন ভাবনার ছবি নিয়ে ফিরছেন পরিচালক অরিত্র সেন। এবার বেটিংয়ের গল্প টলিউডে। অর্জুনের হাত ধরে উঠে আসবে ফুটবল বেটিংয়ের গল্প।

অরিত্র সেনের এই ছবির নাম প্রান্তিক। তবে এখনও পরিচালক এই ছবির বিষয়ে তেমন কিছু জানাননি। কিন্তু শোনা গিয়েছে মুখ্য ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী। তাঁর সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। টলিউডের অন্দরের খবর ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। । কিন্তু এখনও পরিচালক এই ছবির বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন।

কিন্তু বেটিংয়ের কোন গল্প ধরা পড়বে এখানে? কী দেখা যাবে এই নতুন ছবিতে? একটি ছেলেকে ঘিরে আবর্তিত হবে প্রান্তিকের গল্প। এই ছেলেটি বিদেশ যেতে চায়। সে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু পারিবারিক কারণে তার সেই স্বপ্ন পূরণ হয় না। বাবা মারা যায় তার। এমন সময় তার সঙ্গে আলাপ হয় এক ব্যক্তির। সেই ব্যক্তি তার একটি অজানা গুণকে খুঁজে বের করেন। জানা যায় ছেলেটি কোনও ফুটবল ম্যাচের আগেই বলে দিতে পারে কোন দল জিতবে। সে তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে দ্রুত সাফল্যের স্বাদ পেতে থাকে। কিন্তু এমন সময়ই সে একটি ফাঁদে জড়িয়ে পড়ে। এবার? সে কী করে মুক্তি পাবে তার দিকে। কোন খাতে বইবে তার জীবন সেটাই উঠে আসবে এই ছবিতে।

এই ছবিতে পরমব্রতকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। অন্যদিকে অর্জুন ছাড়া এখানে দেখা যাবে কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, প্রমুখ। তবে কাকে কোন চরিত্রে এই ছবিতে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি।

এখনও ঠিক হয়নি এই ছবিটি কবে মুক্তি পাবে। তবে শ্যুটিং শেষ। এই বিষয়ে উল্লেখযোগ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরিচালকের নতুন ছবি ঘরে ফেরার গান। সেখানেও পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন ইশা সাহা।

বন্ধ করুন