অর্জুন বিজলানি সম্প্রতি সাইবার ফ্রডের শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন যে তাঁর ক্রেডিট কার্ড হ্যাক করা হয় এবং সেখান থেকে তাঁর অজ্ঞাতে টাকাও তুলে নেওয়া হয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। জানালেন তিনি যখন জিমে শরীর চর্চায় ব্যস্ত ছিলেন তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা কেটে যায়।
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে কাছাকাছি আবির - পেখম! শৈশবের আতঙ্ক ভুলে বরকে চুমু নায়িকার, এবার?
সাইবার ফ্রডের শিকার অর্জুন বিজলানি
এই বিষয়ে অর্জুন বিজলানি জানিয়েছেন, 'আমি জিমে যখন শরীর চর্চা করছি তখন ক্রেডিট কার্ড আমার কাছেই ছিল। আমার ফোনে তখন পরপর মেসেজ আসতে থাকে, সেখান থেকে জানতে পারি আমার ক্রেডিট কার্ড নাকি একাধিকবার সোয়াইপ করা হয়েছে। আর পর পর টাকা তুলতে থাকে কেউ।' তিনি এদিন আরও জানান, 'আমার স্ত্রীর কাছেও একটি সাপ্লিমেন্টারি কার্ড আছে। আমি ওকে জিজ্ঞেস করি যে ও টাকা তুলছে কিনা। সেও বলে না। তখন বুঝি যে কোনভাবে তথ্য ফাঁস হয়ে গেছে। কিন্তু কী করে হল আমরা বুঝতেই পারছি না।'
কিন্তু বড় ক্ষতির হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন অর্জুন। তিনি তৎক্ষণাৎ পদক্ষেপ নেন। ব্লক করিয়ে দেন কার্ড। অর্জুন বলেন, 'এই ঘটনা আমার চোখ খুলে দিল যেন। আজ যদি আমি সেই সময় ঘুমাতাম তখন? অনেকে তো এমন আছে যাঁরা মেসেজ দেখেন না তাঁদের কী হবে? আমার ক্রেডিট কার্ডের ১০-১২ লাখ টাকার লিমিট ছিল। কিন্তু ভাগ্য ভালো যে ৩-৪ বার টাকা তোলা হয়েছে আমার কার্ড দিয়ে, মোট ৪০ হাজার টাকা। আমি যদি আমার ফোন না দেখতাম তাহলে কী হতো ভাবুন।' অর্জুন আরও জানান তাঁর কাছে কোনও ওটিপি আসেনি।
আরও পড়ুন: না ফেরার দেশে ‘আত্মারাম’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর চলে গেলেন উদয়শঙ্কর পাল
আরও পড়ুন: 'বিজেপির কালচার...' প্রথম ভোট - পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভাবে?
এই বিষয়ে অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন। তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা বিষয়টা নিয়ে। অনলাইন লেনদেন বা ক্রেডিট কার্ড ব্যবহারে যে বিপদ আছে সেটা তিনি যেন বুঝিয়ে দিলেন।