টলিপাড়ার নিত্য নতুন সম্পর্ক ভাঙার খবর এখন যেন ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। মাঝে একদিন হঠাৎই দেখা যায়, সৃজা সেন ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্বামী-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। শুধু তাই নয়, ‘ফেলুদা’ সব্যসাচী পুত্রের সঙ্গে রোম্যান্টিক ছবিও ডিলিট করে দিয়েছেন।
যদিও পরবর্তীতে সৃজা বা অর্জুন, দুজনেই এই গুঞ্জনকে অস্বীকার করে নেন। বরং, দাবি করেন সব ঠিক আছে। ২০১৫ সালের ১০ই মার্চ গাঁটছড়া বেঁধেছিলেন অর্জুন-শ্রীজা। দাদা গৌরবের বেশ কিছু বছর আগেই বিয়ে করে নিয়েছিলেন ছোটবেলার বন্ধুকে। ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেন শ্রীজা। খুব একটা জনসম্মুখে আসেন না সৃজা। তবে এই ফ্যাশনিস্তার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। সুন্দরী সৃজাকে ইনস্টাগ্রামে ফলো করেন ২৮ হাজারেরও বেশি মানুষ।
আরও পড়ুন: নিজের মেয়ে পূজার ঠোঁটে ঠোঁট, বিয়ে করার ইচ্ছা! ট্রোল নিয়ে মুখ খুললেন মহেশ ভাট
এসব ডিভোর্সের খবরের মাঝেই ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করলেন এই টলি-দম্পতি। যেখানে দেখা গেল, গিয়েছেন তাঁরা ডিনার ডেটে। কালো ফ্লোরাল ওয়ান পিসে নিজেকে সাজান সৃজা। অর্জুনের গায়েও প্রিন্টেড শার্ট। সৃজা ডিনার ডেটের সময় তোলা সেলফিখানা শেয়ার করে নেন সোশ্যালে। সঙ্গে নিজের একটা ছবি। এদিকে অর্জুন আবার নিজেকে বাদ দিয়ে শুধু সৃজারই এটি ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। আর সঙ্গে একটি রেড হার্ট ইমোটিকন।
কোন নায়িকার সঙ্গে অর্জুনের পরকীয়ায় গুঞ্জন রটেছে? টলিপাড়ার ফিসফাস, যে নায়িকার সঙ্গে সব্যসাচী কন্যার ঘনিষ্ঠতা, তাঁর নাকি ‘সৌর-তেজ’ রয়েছে। এর আগে এক নামী নায়িকার ব্যবসায়ী স্বামী (যদিও এই বিয়ে এখন অবৈধ)-র সঙ্গেও তাঁর নাম জুড়েছিল।
আরও পড়ুন: পাপারাজ্জি দেখলেই পোজ, ১২ বছরের মেয়ে ইনস্টাগ্রামে থাকুক, কেন চাননি রণবীরের দিদি?

সৃজাকে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘আমাদের মধ্যে কোনও বিচ্ছেদের পরিস্থিতি তৈরিই হয়নি। এমন কী এখন (যখন সাংবাদিকের ফোন পান) আমরা একসঙ্গে বসে আছি। আমাদের সঙ্গে আমাদের মেয়েও রয়েছে। আমরা সবাই এখন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি।’ আর জানিয়েছিলেন, তিনি ফলো করছেন ইনস্টাগ্রামে নিজের বরকে (আনফলো করার পর ফের ফলো করেন)। আর ছবি ডিলিট প্রসঙ্গে জবাব ছিল, ‘ইনস্টাগ্রাম আমার ব্যক্তিগত একটি বিষয়।’
অন্য দিকে, অর্জুনও বউকে আনফলো করা নিয়ে মুখ না খুললেও, ছবি মুছে ফেলা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছিলেন, ‘শ্রীজা ব্যক্তিগত কারণে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছেছে। এটা ওর সিদ্ধান্ত। আমি নিজেও খুব ব্যক্তিগত মানুষ। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোস্ট করতে খুব বেশি ভালোবাসি না।’