চলতি বছরের মাঝামাঝি তুঙ্গে উঠেছিল তাঁদের বিবাহ বিচ্ছেদের গুজব। কিন্তু সেসব যে নিছক গুজব বই কিছু নয় সেটা অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী শ্রীজা সেন দুজনেই প্রমাণ করে দিয়েছেন বারংবার একসঙ্গে ধরা দিয়ে। এবার দীপাবলিতে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন অভিনেতা?
আরও পড়ুন : খিচুড়ি গল্পে মাধুরী - বিদ্যার নাচ, কার্তিকের কমেডি যেন সুস্বাদু লাবড়া! কেমন হল আনিস বাজমির ভুল ভুলাইয়া ৩?
কী পোস্ট করলেন অর্জুন?
এদিন অর্জুন চক্রবর্তী তাঁর এবং তাঁর স্ত্রীর বেশ কিছু ছবি পোস্ট করেন। বলাই বাহুল্য তাঁদের সেই ছবিতে দারুণ হট লাগছিল। সোশ্যাল মিডিয়ার উষ্ণতার পারদ চড়িয়ে অভিনেতা লেখেন, 'শুভ দীপাবলি, শুভ দিওয়ালি। অনেক শুভেচ্ছা আমার এবং আমার পটাকার তরফে।'
আরও পড়ুন : ‘কালীপুজো সরিয়ে দিওয়ালি ধরিয়ে দেবে’ অনুপম ‘সচেতনতা’র জ্ঞান দিতেই নয় বছর আগের পোস্ট খুঁজে আনল নেটপাড়া
এদিন অর্জুন চক্রবর্তী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি নীল আজরাখ প্রিন্টের পঞ্জাবি এবং প্যান্ট। অন্যদিকে শ্রীজা সেন পরেছিলেন কালো ব্রালেট এবং হলুদ রঙের স্কার্ট। গলায় পরেছিলেন চোকার, নাকে নোলক। কানে পরেছিলেন দুল। তাঁদের বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা গিয়েছে। কখনও অর্জুনের গায়ে হেলে পরে ছবি তোলেন শ্রীজা। কখনও আবার অভিনেতার চোখে ডুব দিয়ে তাঁর গলার চেন ধরে টানেন তিনি।
কেবল তাঁরা নন। অর্জুন চক্রবর্তীর দাদা গৌরব চক্রবর্তীও এদিন গোটা পরিবারের সঙ্গে এদিন ছবি পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান। সেখানে তাঁদের ছেলে ধিকেও যেমন দেখা গিয়েছে তেমনি দেখা গিয়েছে ঋদ্ধিমার বাবাকেও। বাদ যাননি সব্যসাচী চক্রবর্তী এবং তাঁর স্ত্রীকেও। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন মিঠু চক্রবর্তী। চিকিৎসা চলছে তাঁর। অনেকটাই শীর্ণকায় হয়ে গিয়েছেন তিনি। মাথায় বাঁধা রুমাল।