বাংলা নিউজ > বায়োস্কোপ > বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা, স্ত্রীর তারিফে সব্যসাচী-পুত্র লিখলেন, 'তুমিই আমায় বারবার...'

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা, স্ত্রীর তারিফে সব্যসাচী-পুত্র লিখলেন, 'তুমিই আমায় বারবার...'

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা

Arjun-Srija: কয়েক মাস আগে তীব্র চর্চা শুরু হয় যে অর্জুন চক্রবর্তীর সংসার নাকি ভাঙতে চলেছে। যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এমন কথা প্রকাশ্যে আসে। তবে এদিন সেসব চর্চাকে দুরমুশ করে স্ত্রীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন অর্জুন।

কয়েক মাস আগে তীব্র চর্চা শুরু হয় যে অর্জুন চক্রবর্তীর সংসার নাকি ভাঙতে চলেছে। যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এমন কথা প্রকাশ্যে আসে। তবে এদিন সেসব চর্চাকে দুরমুশ করে স্ত্রীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন অর্জুন।

আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী ভাষা দেখে অনুপ্রাণিত সুদীপ্তা! বললেন, 'বুদ্ধিদীপ্ত প্রতিবাদ, ঝাঁঝ-অদম্য জেদ আছে'

স্ত্রীর জন্য কী লিখলেন অর্জুন?

অর্জুন চক্রবর্তী এদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন। কেন? কারণ তাঁদের সম্পর্কের ১৮ বছর পূর্ণ হল। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুজনের পরনেই সাদা পোশাক। স্ত্রীকে জড়িয়ে তাঁর চোখে চুমু খাচ্ছেন সব্যসাচী পুত্র। পরের ছবিতে তাঁদের ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা যায়। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে অর্জুনের বুকে হাত দিয়ে তাঁকে জড়িয়ে আছেন সৃজা।

এই ছবিগুলো পোস্ট করে অর্জুন লেখেন, 'গল্প বলার সময়। আমাদের প্রিবোর্ডের রেজাল্ট বেরোনোর পর ক্লাস টিচার ম্যাম বলেছিলেন, কেউ তোমায় এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি অবশ্যই আমাদের ক্লাসের একটা নতুন মেয়েকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন যে গত বছরই আমাদের স্কুলে এসেছিল। এবং দুটো ক্লাসেই ফার্স্ট হয়েছিল। আমি ওই কথাটা সম্মান হিসেবে নিয়েছিলাম। কিন্তু অন্যরা সেটা ভালো ভাবে নেয়নি। আজ ২ দশক পর, বুঝতে পারি সেটাই ছিল আমার এগিয়ে যাওয়ার শুরু। হ্যাঁ, আমার ক্লাসের সেই নতুন মেয়েটা আমায় এগিয়ে যেতে সাহায্য করেছিল ঠিক যেমন শিক্ষিকা ছাত্রদের এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক যেমন প্রিয় বন্ধু বিপথে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক যেমন একজন স্ত্রী তাঁর স্বামীর সেরা ভার্সন হয়ে উঠতে সাহায্য করে, সেভাবেই।'

অর্জুন এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'অনেক ধন্যবাদ সেই দিনটার জন্য। তুমি হওয়ার জন্য ধন্যবাদ। এই ১৮ বছর ধরে ভালোবাসা, আর একসঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমায় সবসময় এগিয়ে যেতে সাহায্য করো। ভালোবাসি।'

আরও পড়ুন: কীভাবে RG Kar-র বিচার চেয়ে কলকাতার ৫২টি স্কুলের প্রাক্তনীরা একত্রিত হল, জানালেন উদ্যোক্তা

আরও পড়ুন: সত্যজিতের ছবিতেই আছে রাজ্যের বর্তমান পরিস্থিতির জট কাটানোর উত্তর! বনগাঁয় হীরক রাজার দেশে দেখিয়ে কী জানালেন উদ্যোক্তা?

কিন্তু কেন অর্জুন আর সৃজার বিচ্ছেদের চর্চা শুরু হয়েছিল?

আসলে সম্প্রতি কানাঘুষোয় রটে যায় আমেরিকায় বঙ্গসম্মেলনে গিয়ে অর্জুন নাকি অন্য এক অভিনেত্রীকে মন দিয়েছেন। তারপরই সৃজা ইনস্টাগ্রাম থেকে তাঁদের সব ছবি সরিয়ে ফেলেন। এই দুটো ঘটনাকেই দুইয়ে দুইয়ে চার বানিয়ে ফেলেন নেটিজেনরা। কিন্তু সেই চর্চা যে সম্পূর্ণ ভুল ছিল এদিন সেটাই প্রমাণ করে দিলেন অর্জুন এবং সৃজা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.