বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreeja-Arjun: ‘ছোট্ট মেয়ের মা-বাবা…’! ডিভোর্সের খবরের মাঝে সৃজাকে নিয়ে মনের কথা লিখলেন অর্জুন

Sreeja-Arjun: ‘ছোট্ট মেয়ের মা-বাবা…’! ডিভোর্সের খবরের মাঝে সৃজাকে নিয়ে মনের কথা লিখলেন অর্জুন

বন্ধুত্ব দিবসে সৃজাকে নিয়ে কী লিখলেন অর্জুন?

বন্ধুত্ব দিবসে অর্জুন আরও একবার প্রমাণ করলেন, মোটেও ভাঙন ধরেনি তাঁর সুখী দাম্পত্যে। বরং স্ত্রীকে নিয়ে দিলেন বিশেষ বার্তা। 

টলিউড তারকাদের ডিভোর্সের খবর নিয়ে জুলাই মাস থেকেই সরগরম টলিউড। যিশু-নীলাঞ্জনা সেনগুপ্ত, ঋষি কৌশিক-দেবযানীর সঙ্গে আরও যে তারকাদের আলাদা হওয়ার খবর উঠেছিল, তাঁরা হলেন অর্জুন চক্রবর্তী ও সৃজা সেন। যদিও, দুই তারকাই ডিভোর্সের খবর উড়িয়ে দিয়েছেন। তবুও চর্চা থামার নাম নিচ্ছে না।

তবে বন্ধুত্ব দিবসে অর্জুন আরও একবার প্রমাণ করলেন, মোটেও ভাঙন ধরেনি তাঁর সুখী দাম্পত্যে। ৩টি ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। প্রথম ছবিটি তাঁর ও সৃজার। পরেরটিতে সব্যসাচী চক্রবর্তীর দুই সন্তান অর্জুন আর গৌরব একত্রে। পরের ছবিটিতে অভিনেতা তাঁর দুই বন্ধুর সঙ্গে।

আরও পড়ুন: মমতার সরকারের উপর ‘মুসলিম তোষণ’-এর অভিযোগ, মুক্তির তারিখ ঘোষণা THE DIARY OF WEST BENGAL সিনেমার

আর এই ছবির ক্যাপশনে অর্জুন লিখলেন, ‘সেই সমস্ত মানুষ জীবনের ওঠাপড়া, সহজ করে তোলে, তাঁদের আলাদা করে উল্লেখের দরকার। এরা যেমন প্রশংসা করে, তেমন সমালোচনা করতেও পিছ পা হয় না।’

আরও পড়ুন: প্রকাশ্যে পদাতিক-এর ট্রেলার! এক দৃশ্যে মৃণাল-রূপী চঞ্চলকে ‘নগ্ন’ দেখালেন সৃজিত

এরপর সৃজার উদ্দেশে লিখলেন, ‘এজি স্কুলের মাঠ থেকে একটা ছোট্ট মেয়ের মা-বাবা হয়ে ওঠা অবধি @sreejasen’। আর দাদা গৌরবের জন্য লিখলেন, ‘একসময় ন্যাপি পরতাম একসঙ্গে, আর এখন পিতৃত্ব উপভোগ করছি @gauravchakrabarty’।

দেখুন অর্জুনের সেই পোস্ট-

মাঝে একদিন হঠাৎই দেখা যায়, সৃজা সেন ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্বামী-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। শুধু তাই নয়, ‘ফেলুদা’ সব্যসাচী পুত্রের সঙ্গে রোম্যান্টিক ছবিও ডিলিট করে দিয়েছেন। যদিও এরপর হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সৃজার সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এসেছিল, ‘আমাদের মধ্যে কোনও বিচ্ছেদের পরিস্থিতি তৈরিই হয়নি। এমন কী এখন (যখন সাংবাদিকের ফোন পান) আমরা একসঙ্গে বসে আছি। আমাদের সঙ্গে আমাদের মেয়েও রয়েছে। আমরা সবাই এখন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি।’

আরও পড়ুন: কেবিসি ১৬-তে 'সুপার সাওয়াল' দিয়ে জিতে নেওয়া যাবে দ্বিগুণ টাকা, জানুন নতুন নিয়ম

পরে দেখা যায়, অর্জুনকে ফের ফলো করে দিয়েছেন সৃজা সেন। হতেই পারে, স্বামী-স্ত্রীর ছোটখাটো কোনও ঝগড়া। যা ঘরে ঘরে হয়েই থাকে। কথাও বন্ধ থাকে বা হয়তো। তবে তারকাদের ক্ষেত্রে সেটাকেই বড় করে দেখা হয়। 

এদিকে, টলিপাড়ায় রটেছিল মার্কিন মুলুকে চলা বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে, ফেলুদা সব্যসাচী পুত্র অর্জুনের সঙ্গে যার ঘনিষ্ঠতা হয়, তাঁর নাকি ‘সৌর-তেজ’ রয়েছে। এর আগে এক নামী নায়িকার ব্যবসায়ী স্বামী (যদিও এই বিয়ে এখন অবৈধ)-র সঙ্গেও তাঁর নাম জুড়েছিল। তবে এসবের পিছনে কতটা সত্য আছে তা খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা। 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.