সপ্তাহখানেক ধরেই খবরে আছেন অর্জুন কাপুর। দিনকয়েক আগে হঠাৎই রটে যায় মালাইকার সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে। দুজনের পথ আলাদা হয়েছে। যদিও সেই সময়, সকলের ভুল ভাঙতে ইনস্টায় বেশ কিছু ছবি শেয়ার করে নেন তাঁরা। ইনস্টা স্টোরিতে দুটো সানগ্লাস, মালাইকার ছবিতে অর্জুনের মন্তব্য, একসঙ্গে ডিনার ডেট। ফলে বিচ্ছেদের খবর ধামাচাপা পড়ে যায় দিনকয়েকের ভিতরেই। ফের চর্চায় উঠে এলেন কাপুর নন্দন। এবার তিনি হারিয়েছেন বাড়ির ‘সবচেয়ে ভালো ছেলে’কে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোষ্য ম্যাক্সিমাসের মারা যাওয়ার খবর শেয়ার করেন অর্জুন কাপুর। ম্যাক্সিমাসের বেশ কিছু ছবি ও ভিডিয়োও সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেতা। প্রথম ছবিতে, অর্জুনকে তাঁর ম্যাক্সিমাসের সঙ্গে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। দ্বিতীয় ছবিতে ম্যাক্সিমাস আর অর্জুনের বোন অনশুলা। পরের ছবি-ভিডিয়োগুলিতে কখনও ম্যাক্সিমাস একা তো কখনও আবার অর্জুনের সঙ্গে।
অর্জুন লিখলেন মন ছুঁয়ে যাওয়া লম্বা একটি বার্তা। যা পোষ্যপ্রেমীদের চোখে জল আনবেই। তিনি লিখলেন, ‘পৃথিবীর সেরা ছেলে...মাই ম্যাক্সিমাস… মিষ্টি ও সাহসীর সবচেয়ে বড় উদাহরণ। আমি তোমাকে মিস করছি আমার বাচ্চা… আমাদের বাড়ি আর কখনও আগের মতো হবে না।’
‘ভাবতেও পারছি না তোমাকে হঠাৎই আমাকে আর অংশুলার থেকে কেড়ে নেওয়া হয়েছে। জানি না কি করে বাড়িতে থাকব, তোমার সঙ্গ ছাড়া। মৃত্যু আমাদের সঙ্গে এর আগেও বহুবার নৃশংস হয়েছে। এবারেও অন্য কিছু অনুভব করতে পারছি না। ধন্যবাদ আমাদের এত আনন্দ দেওয়ার জন্য। সব ভালো-খারাপ দিনের জন্য। আশা করব ওপরে গিয়ে তুমি, ফাবু চকোলেট আর মা আমাদেরকে দেখবে। নিজের খেয়াল রেখো। শান্তিতে ঘুমিও। তোমার সঙ্গে অপর পারে গিয়ে আবার দেখা হবে আদরের ম্যাক্সু… ’
অর্জুন কাপুরকে শেষ ছবিগুলির মধ্যে রয়েছে তারা সুতারিয়ার সঙ্গে ‘এক ভিলেন রিটার্নস’ ও আসমান ভরদ্বাজের ‘কুত্তে’। যে ছবিতে তাঁর সঙ্গে ছবিলেন টাবু, নাসিরুদ্দিন শাহ, রাধিকা মদন, কঙ্কনা সেন শর্মা-রা। ‘কুত্তে’ ছবির প্রচারের সময়ও ম্যাক্সিমাসের একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন অর্জুন। যেখানে ম্যাক্সিমাসের ভিডিয়োর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজছিল কুত্তে-র গান। আর অর্জুন লিখেছিলেন, ‘আওয়ারা কুত্তা নয়, আমরটা স্টার ডগ। @রাধিকা_মদন তোমার জন্য রইল ম্যাক্স কাপুর।’
অর্জুনের হাতে আপাতত রয়েছে ‘দ্য লেডি কিলার’, ‘মেরি পত্নী কা রিমেক’-এর মতো সিনেমা।