২০১৭ সালে রোমান্টিক কমেডি সিনেমা ‘মুবারাকা’ সিনেমায় পরিচালক আনিস বাজমির সঙ্গে একসাথে কাজ করেছিলেন অভিনেতা অর্জুন কাপুর। ৮ বছর পর ফের ‘নো এন্ট্রি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। কমেডি সিনেমা অভিনয় করার অভিজ্ঞতা কেমন, তা নিয়ে সম্প্রতি কথা বলেন অর্জুন।
অর্জুন ছাড়াও ‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করবেন দিলজিৎ দোসাঁঝ এবং বরুণ ধাওয়ান। অ্যাকশন সিনেমায় অভিনয় করলেও তেমনভাবে কমেডি সিনেমায় অভিনয় করা হয় না অভিনেতার, তবে কমেডি সিনেমায় অভিনয় করতে পেরে ভীষণ আপ্লুত অর্জুন।
আরও পড়ুন: বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট' সম্মানে ভূষিত হলেন স্বপন সাহা
আরও পড়ুন: করোনায় হারিয়েছেন মা-কে, লাইভ কনসার্টে বাবার ফোন, তারপরই…! কী করলেন অরিজিৎ, মুগ্ধ নেটপাড়া
‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, কমেডি এমন একটি ধারা যা সবথেকে বেশি মানুষ উপভোগ করে। একজন মানুষকে হাসানো অনেক বড় কাজ। আপনি যদি মানুষকে হাসাতে পারেন তাহলে এর থেকে বড় অনুভূতি আর কিছু হয় না।
অর্জুন বলেন, ‘মুবারকা’ সিনেমায় অ্যাকশনের পাশাপাশি কমেডিও ছিল। এত বছর পর ফের আনিসের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। কমেডির মোড়কে সকলকে হাসাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব।
আরও পড়ুন: জি বাংলা সোনার সংসারে সারেগামাপার অঙ্কনা-আরাত্রিকা-সাঁই! আছেন বিজেতাও, কেমন ছিল সবার সাজ?
আরও পড়ুন: সঙ্গমে প্রদীপ ভাসানো, মহাকুম্ভে ‘হর হর মহাদেব’-এ নাচ, ভক্তিতে মজলেন অপরাজিতা
চলতি বছর ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অর্জুন কাপুর অভিনীত ‘মেরে হাজবেন্ড কি বিবি’ সিনেমাটি। এই সিনেমাটিও এটি নিখাদ কমেডি গল্প দিয়ে তৈরি হওয়া একটি সিনেমা। সিনেমায় অর্জুন ছাড়াও অভিনয় করেছেন রকুল প্রীত সিং, ভূমি পেডনেকর, ডিনো মোরিয়া, শক্তি কাপুর, হর্ষ গুজরাল এবং অন্যান্যরা।
২০২৫ সালে ‘নো এন্ট্রি’ মুক্তি পেয়েছিল, যে সিনেমাটিও পরিচালনা করেছিলেন আনিস বাজমি। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর, ফারদিন খান, সলমন খান, বিপাশা বসু, লারা দত্ত সহ আরও অনেকে। ২০ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল।
প্রসঙ্গত, গতবছর ‘সিংঘম এগেইন’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অর্জুন কাপুর। সামনেই মুক্তি পেতে চলেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। অদূর ভবিষ্যতে অর্জুন অভিনীত ‘নো এন্ট্রি ২’ এবং ‘ক্যাপিটাল’ মুক্তি পাবে বড় পর্দায়।