ধর্মশালায় ‘ভূত পুলিশ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত অর্জুন কাপুর। সেখানে বসেই একে পর এক ছবি আপলোড করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে কমেন্ট করতে দেখা যায় তাঁর গার্লফ্রেন্ড তথা অভিনেত্রী মালাইকা আরোরাকে।
ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্যাফেতে বসে সেখানকার পরিবেশ উপভোগ করছেন তিনি। চোখে রোদ চশমা। সাধারণ সোয়েট শার্টের সঙ্গে ডেনিম জিন্সে দেখা গেছে তাঁকে। ক্যাপশনে তিনি লিখেছেন ‘যখন সে তোমার দিকে তাকিয়ে থাকে...’ সঙ্গে একটা ইমোজি।
এদিকে ছবিতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে দেখা গিয়েছে মালাইকাকে। যিনি আপাতত মুম্বইয়ে আছেন। কমেন্টে অর্জুনকে তিনি জিজ্ঞেস করেছেন, ‘কে?’। যদিও উত্তরে অর্জুন লিখেছেন, ‘আন্দাজ কর তো বোকা!!’

প্রসঙ্গত, ছুটি কাটাতে করিনা-তৈমুরের সঙ্গে হিমাচল প্রদেশের ধর্মশালায় উড়ে যান মালাইকা। কাছের মানুষের সঙ্গে দীপাবলি কাটাতে দেখা যায় তাঁকে। এরপরই মুম্বই ফিরে আসেন অভিনেত্রী।
অবশ্য, অভিনেতার এই পোস্টে স্পষ্ট, ধর্মশালায় মালাইকাকে মিস করছেন তিনি। তাঁদের কমেন্ট সেকশনে খুনসুটি দারুণ উপভোগ করছেন ভক্তকূল।