বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun Kapoor on Pathaan Controversy: 'ব্যাপারটা আমাকেও বিরক্ত করে', পাঠান বিতর্কে সরব হলেন অর্জুন কাপুর

Arjun Kapoor on Pathaan Controversy: 'ব্যাপারটা আমাকেও বিরক্ত করে', পাঠান বিতর্কে সরব হলেন অর্জুন কাপুর

পাঠান বিতর্কে সরব হলেন অর্জুন কাপুর

Arjun Kapoor on Pathaan Controversy: পাঠান বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অর্জুন কাপুর। সেই গত ১২ ডিসেম্বর থেকে এক টানা বিতর্ক চলছে ছবিটিকে নিয়ে। কী জানালেন এবার অভিনেতা?

গত মাসে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেয়েছে। আর সেই গান মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে একটার পর একটা বিতর্ক হয়েই চলেছে। কখনও অভিনেত্রীর পোশাক, কখনও ছবির নাম তো অভিনেত্রীর পোশাকের রং, বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেন এই ধরনের বিতর্কগুলো তাঁর মোটেই ভালো লাগে না। তাঁকে ভাবায় কারণ তিনিও এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অভিনেতা বলেন কেউ যেন অযথা অপ্রয়োজনীয় জিনিসকে বেশি পাত্তা না দেয়। বেশি তর্ক না তৈরি করে।

শিল্পীদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একটা ছবির জন্য যা প্রয়োজন শিল্পীরা সেটাই করেন। এরপর সেটা দর্শকদের হাতে থাকে যে তাঁরা সেটা কীভাবে দেখবেন, কী ভাববেন। তিনি আরও বলেন, মানুষ যেন গণতন্ত্রের উপর ভরসা না হারায়।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমার মনে হয় আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা অর্থহীন। তার বদলে আমাদের সেন্সর বোর্ড, কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রাখা উচিত। তারা একসঙ্গে কাজ করে। আর আমি এটা বিশ্বাস করি যে গণতন্ত্রে সবার নিজে মতামত জানানোর অধিকার আছে। কিন্তু শিল্পী হিসেবে একটা ছবিতে যা প্রয়োজন আমাদের সেটাই করতে হয়। এমন কিছু নিয়ে আলোচনা বা জটিলতা না তৈরি করা ভালো যা থেকে তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে।'

তিনি আরও বলেন, 'একটা ছবির জন্য যা যতটা করা প্রয়োজন আমাদের ঠিক ততটাই করা উচিত। আর তারপর বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তাঁদেরই ভাবতে দেওয়া উচিত কোনটা তাঁদের ভালো লাগছে আর কোনটা নয়। আমরা এটা দীর্ঘ সময় ধরে মেনে আসছি। সব কিছুরই একটা পদ্ধতি হয়, আর আমাদের ছবিও তার ব্যতিক্রম নয়। ফলে আমাদের সেই পদ্ধতি মেনে চলা উচিত।'

২০২২ সালের ১২ ডিসেম্বর পাঠান ছবিটির প্রথম গান বেশরম রং মুক্তি পায়। ইতিমধ্যেই এই গানটি ৫০ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে ফেলেছে। ছবির দুই মুখ্য অভিনেতা, দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানকে দেখা গিয়েছে। আর এই গানটি মুক্তি পাওয়ার পরই যত বিতর্কের সৃষ্টি হয়েছে।

চলতি মাসের ২৫ তারিখ ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। শাহরুখ, দীপিকা ছাড়াও এই ছবিতে জন আব্রাহামকে দেখা যাবে। ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। আগামী ১০ জানুয়ারি ছবিটির ট্রেলার মুক্তি পেতে চলেছে।

অন্যদিকে অর্জুন কাপুরকে ‘কুত্তে’ ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবির হাত ধরে আসমান ভরদ্বাজ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন। আগামী ১৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে টাবু, রাধিকা মদন, কঙ্কনা সেনশর্মা, নাসিরুদ্দিন শাহকে দেখা যাবে।

বন্ধ করুন