বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun Kapoor : ‘খুব শীঘ্রই কোনওদিন আমাদের দেখা হবে’, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগতাড়িত অর্জুন

Arjun Kapoor : ‘খুব শীঘ্রই কোনওদিন আমাদের দেখা হবে’, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগতাড়িত অর্জুন

মা মোনা কাপুরের সঙ্গে অর্জুন ও অংশুলা

অর্জুন আরও লেখেন, ‘আমি তোমাকে ছাড়া একজন হারিয়ে যাওয়া শিশু, আমি এখনও তোমাক খুঁজি সর্বত্র। এই ছবিটার মতোই তোমাকে ছাড়া আমি অচল, হয়ত খুব শীঘ্রই আমাদের কোনওদিন দেখা হবে।’

মা মোনা শৌরী কাপুরের মৃত্যুর পর কেটে গিয়েছে ১১ বছর। ২৬ মার্চ, শনিবার মায়ের মৃত্যুদিনে আরও একবার আবেগতাড়িত হয়ে পড়েছেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে নিজের একটি অল্পবয়সের ছবি দিয়েছেন, সঙ্গে দীর্ঘ একটি পোস্ট করেছেন অর্জুন কাপুর।

অর্জুন কাপুর লিখেছেন, ‘কেউ কী বলেছেন বা অনুভব করেছেন তা আমি কখনই পাত্তা দিইনি কারণ আমি কে এবং আগে কী ছিলাম তা অনুভব করার জন্য আমার সামনে সবসময় তুমি ছিলে... তোমাকে ছাড়া ১১ বছর কেটে গেছে, তুমি এখনও ঢাল হয়ে আমাকে রক্ষা করো ওপার থেকে, তবু আমি এখনও চাই তুমি এখানেই থাকো। কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আজ আমি সমস্ত ঘৃণা সামলাতে চেষ্টা করি কিন্তু সত্যিইযেটার অভাব বোধ করি সেটা তোমার ভালবাসা। আমার মুখে হাসি দিয়ে তুমি সবকিছু মোকাবিলা করেছ এবং আমাকে একজন ভাল মানুষ, সুখী ব্যক্তি, একজন শান্ত ব্যক্তি করে তুলেছ, কিংবা হয়তো আমি একজন জীবন্ত আত্মা...’

অর্জুন আরও লেখেন, ‘আমি তোমাকে ছাড়া একজন হারিয়ে যাওয়া শিশু, আমি এখনও তোমাক খুঁজি সর্বত্র। এই ছবিটার মতোই তোমাকে ছাড়া আমি অচল, হয়ত খুব শীঘ্রই আমাদের কোনওদিন দেখা হবে।’

আরও পড়ুন-অস্কার মঞ্চে অপমান, অসুস্থ হয়ে পড়েন গুণিত মঙ্গা, ভর্তি করা হয় হাসপাতালে!

আরও পড়ুন-রোগা হলেও নুসরত নাকি ভীষণ 'পেটুক', অভিনেত্রীর কাণ্ড ফাঁস করেন অঙ্কুশ

<p>অর্জুন কাপুরের ইনস্টাস্টোরি</p>

অর্জুন কাপুরের ইনস্টাস্টোরি

ছোটবেলার ছবি দিয়ে অর্জুনের বোন অংশুলা কাপুর লিখেছেন, ‘তোমার আলিঙ্গন পাওয়ার, তোমার হাসি দেখার, হাত ধরার ১১ বছর কেটে গিয়েছে। প্রত্যেক বছর এই দিনটা এলে মনে হয়, তোমাকে ছাড়া আরও একটা বছর কাটিয়ে ফেললাম। হৃদয়ের ফাটলটা আরও খানিকটা বড় হয়ে গেল। তোমাকে যে আমি মিস করছি, সেটা বুঝতে পারছ কি? তোমাকে রোজ মিস করি, কারণ তোমাকে অসম্ভব ভালোবাসি।’

২০১২ সালের ২৫ মার্চ মৃত্যু হয় বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের। ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। মাল্টি অর্গান ফেলিওর হয়ে মার যান তিনি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন