বলিউডের 'গ্রিক গড' তিনি। চলতি বছরেই ৫০-এ পা রেখেছেন হৃত্বিক রোশন। এই বয়সে এসেও তাঁর শরীরি সৌন্দর্যে মুগ্ধ হতে হয় বৈকি। ২০০০ সালে 'কহোনা প্যায়ার হ্যায়' ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন রাকেশ রোশন পুত্র। শুরুতেই বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। সেই ক্যারিশ্মা জীবনের অর্ধ-শতরান করে আজও অব্যাহত।
আজও হৃত্বিকের শরীরী সৌন্দর্য দেখে মুগ্ধতায় ডুব দেন বহু রমনী। তবে শুধু মহিলারা বললে অবশ্য ভুল হয়, গ্রিক গড-এর শরীরী আকর্ষণে মজে বহু পুরুষও। এমনকি খোদ অর্জুন কাপুরও তার ব্যতিক্রম নন। হ্য়াঁ, ঠিকই শুনছে। আর একথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন বনি পুত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিকের শরীরী সৌন্দর্যে মুগ্ধ হওয়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন অর্জুন কাপুর। ঠিক কবে থেকে হৃতিক তাঁর ম্যান ক্রাশ হয়ে উঠলেন, তার উত্তরে অর্জুন বলেন 'ধুম ২' (২০০৬)-এর কথা।
অ্যাকশন থ্রিলার ধুম-২ তে অভিনেতা হৃতিক রোশনকে ক্রিমিনাল মাস্টারমাইন্ডে রূপান্তরিত হতে দেখা যায়। যিনি আবার কখনও কখনও ছদ্মবেশ ধারণও করেছিলেন। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে হৃত্বিকের রসায়ন অনেককেই মুগ্ধ হয়েছিলেন। ধুম ২-তে হৃত্বিক-ঐশ্বর্য-র রসায়ন মুগ্ধ করেছিল বনি পুত্রকেও। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেন, 'ধুম ২, ম্যায় কভি নেহি ভুল সকতা (ধুম ২,আমি কখনই ভুলতে পারব না) ম্যায় গয়া থা ধুম ২ দেখনে (ধুম ২ দেখতে গিয়েছিলাম), আমি যখন হল থেকে বের হই তখন আমিও হৃতিক রোশনের শরীরী সৌন্দর্যে লালসান্বিত হয়ে পড়ি। আক্ষরিক অর্থেই সেটা লালসাই ছিল। ছবি দেখার পর আমি ভাবলাম, বাহ, একজন মানুষ কীভাবে এত সুন্দর হতে পারে? সে সময় হৃত্বিক ছিলেন আমার ম্যান ক্রাশ।’
এখন প্রশ্ন অর্জুনের মতো আপনিও কি কখনও হৃতিক রোশনের প্রেমে পড়েছেন?
এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি অর্জুন কাপুরেক ছবি ‘সিংহাম এগেইন’-দেখা গিয়েছে। এই ছবিটিও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। ছবিতে অর্জুন কাপুর ছাড়াও ডিসিপি বাজিরাও সিংহামের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এছাড়াও রয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং টাইগার শ্রফ। পরিচালক রোহিত শেট্টি এই ছবির জন্য প্রথমবার অর্জুনকে একজন খলনায়কের চরিত্রে অভিনয় করতে রাজি করান, যিনি কিনা করিনা কাপুর খানকে অপহরণ করেন, ঠিক যেমন রাবণ মা সীতাকে অপহরণ করেছিলেন।