সোশ্যাল মিডিয়ায় বডি পজিটিভিটির বার্তা দিলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। যা নিসন্দেহে অনুপ্রেরণা দিতে পারে বহু মেয়েকে। শুক্রবার নীল বিকিনিতে ছবি দিয়েছেন তিনি। পুলের ধারে জলে পা চুবিয়ে বসে আছেন তিনি। অনেকের চোখেই একটু লাগতে পারে এই ছবি। কারণ তথাকথিত সেই পেটানো চেহারা নয়, বর অংশুলার শরীরের মেদ বেশ স্পষ্ট এই ছবিতে। ছবির ক্যাপশনে তিনি লিখলেন, ‘একসময় বিকিনি পরতে ভয় পেতেন। তবে আজ…’
সেই ফোটো শেয়ার করে অংশুলা লেখেন, ‘তিন মাসে আগে একদিন @priyamganeriwal-এর সঙ্গে কথা হচ্ছিল সুইমিং কস্টিউম পরা নিয়ে। মনে আছে আমি ওকে বলেছিলাম আমি কখনও বিকিনি পরব না। কারণ আমার মনে হত আমার দ্বারা ওটা হবে না, তাছাড়া আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটাই নেই। ওর উত্তর ছিল, ‘কেন না?’ আমার তো মনে হয় তোমার পরা উচিত।’
কেন বিকিনি পরতে দ্বিধা করতেন সেটাও অংশুলা লিখেছেন। তাঁর মতে, ‘আমি আসলে ভাবতাম বিকিনি পরার জন্য একটা নির্দিষ্ট বডি শেপের দরকার আছে। আমি বরাবরই চেষ্টা করতাম আমার শরীর লুকিয়ে রাখার, এবং এমন পোশাক বাছতে যাতে তা বোঝা না যায়। আমার মুখে লেগেই থাকত, ‘না এটা আমি পরতে পারব না’। এটাই এখন আসতে আসতে কাটাতে শুরু করেছি। এখনও শিখছি কীভাবে নিজের শরীরকে ঘৃণা না করা যায়। এমনকী যেদিনগুলিতে আমাকে ব্লোটেড লাগে, সেদিনগুলিতেও নিজেকে পারফেক্ট ভাবতে শিখছি। হতেই পারে তোমার শরীর স্ট্রেচমার্কসে থাকা, ভরতি সেলুলাইটে।’
অর্জুনের বোন আরও লেখেন, ‘ভাগ্যিস আমি বিকিনিটা কিনেছিলাম। ভ্রমণের এই দিনগুলো আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল। আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাস বোধ করেছি। আমি আনন্দের পিছনে ছুটেছি, পরিপূর্ণতার পিছনে নয়। সত্যি বলতে এখন আমি আরও একবার বিকিনি পরতে চাই। তোমারও যদি কাওকে দেখে কোনও পোশাক পরার ইচ্ছে থাকে কিন্তু মনে হয় তোমাকে একেবারে মানাবে না, তাহলে বুঝে নাও নিজের মনের কথা শোনার সময় হয়ে গিয়েছে। এখন শুধু খুশি থাকার সময়।’
সোশ্যাল মিডিয়ায় অংশুলাকে প্রশংসা করেছেন কাকাতো বোন সোনম কাপুর। একই সঙ্গে আরও অনেক তারকাই লিখেছেন, তাঁর এই বার্তা অনেক মেয়েকে সাহস জোগাবে। যদিও ট্রোলাররা ছাড়েননি। এই পোস্টে এসেও শরীর নিয়ে কটাক্ষ করেছেন অর্জুনের বোনকে। ‘থলথলে চেহারায় কেন এসব পরে কে জানে’, ‘তারকা পরিবার থেকে এসেছে বলেই এত বড়বড় কথা’-র মতো মন্তব্য করে গিয়েছে এই পোস্টের কমেন্ট সেকশনে।