মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদের জল্পনা। তাঁর মধ্যেই শোনা যাচ্ছিল তিনি নাকি কুশা কাপিলার সঙ্গে ডেট করছেন। যদিও কোনো খবরেই শীলমোহর দেননি অভিনেতা। আর তার মধ্যেই সম্প্রতি ইনস্টাগ্রামে অর্জুনের রহস্যময় পোস্ট দেখে অবাক নেটিজেনরা। কেন হঠাৎ এই পোস্ট? তা অবশ্য অনেকেই বুঝতে পারছেন না।
ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হোন। কারণ এটাই আপনার প্রার্থনার উত্তর।’ আর তাঁর এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে, তিনি তাঁর জীবনে যা ঘটেছে সবটা আশীর্বাদ বা ভালো হিসেবে মেনে নিয়েছেন। সেই কারণেই তিনি তাঁর জীবনে আসা সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন।
আরও পড়ুন: 'CTRL'-এর স্ক্রিনিংয়ে অনন্যার প্রিয়বন্ধু সুহানার চমক! পাশে দাদা আরিয়ান
প্রসঙ্গত, মালাইকা অর্জুনের মধ্যরাতের জন্মদিনের উদযাপনে অনুপস্থিত থাকার পর থেকে তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়। এমনকী অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মালাইকা তাঁকে উদ্দেশ্য করে কোনও শুভেচ্ছা পোস্টোও করেননি। তাই স্বাভাবিক ভাবেই জুটির বিচ্ছেদ নিয়ে নেটিজেনরা একপ্রকার সহমত। তাছাড়াও তাঁদের একই ইভেণ্টে দেখা গেলেও, সেই অনুষ্ঠানে তাঁদের একে অপরকে এড়িয়ে চলতে লক্ষ করেছেন অনেকে।
আরও পড়ুন: দাদুকে হারিয়ে শোকে কাতর ইরা, শান্তনা আমিরের! প্রাক্তন স্ত্রী রিনার বাবার শেষকৃত্যে পাশে কিরণও
আবার অন্যদিকে, গত ১১ সেপ্টেম্বর মারা যান মালাইকা আরোরার সৎ বাবা। মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান সবার আগে মালাইকার বাপের বাড়িতে পৌঁছেছিলেন। পরে আসেন বাবা সেলিম খান ও মা সালমা খান, সৎ মা হেলেন, বোন আলভিরা ও অর্পিতা এবং ভাই সোহেল খান ও সলমন খান। মালাইকার প্রাক্তন শ্বশুরবাড়ির সকলেই এসে দাঁড়িয়েছিলেন এই বিপদের সময়ে। কিন্তু এই সময় দেখা মেলেনি অর্জুনের। ফলে সবটা মিলিয়ে তাঁদের বিচ্ছেদের জল্পনা বেশ স্পষ্ট।
উল্লেখ্য, বাবার মৃত্যুর পর ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি দেন অভিনেত্রী। জানান গোটা ঘটনায় তাঁর পরিবার 'গভীরভাবে শোকাহত'। বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বাবা অনিল মেহতা আর নেই। তিনি একজন ভালো মানুষ ছিলেন, যত্নবান স্বামী ছিলেন, সর্বোপরি তিনি আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আমাদের পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত আমরা। আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ জানাচ্ছি গোপনীয়তা বজায় রাখার জন্য। কৃতজ্ঞতার সঙ্গে জয়েস, মালাইকা, অমৃতা শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, অ্যাক্সেল, ডাফি ও বাডি।’
কাজের সূত্রে, অর্জুন কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'দ্য লেডি কিলার' ছবিতে। সেখানে তাঁর বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর।