মালাইরা অরোরা ও অর্জুন কাপুরের দীর্ঘদিনের প্রেম ভেঙেছে। বি-টাউনে এমন খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। পিঙ্কভিলা সূত্রে জানা গিয়েছিল জুটির এক ঘনিষ্ঠ সূত্রই নাকি জানিয়েছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁরা নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরপরই মুখ খোলেন মালাইকা অরোরার ম্যানেজার। তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যা যা রটেছে সবটাই মিথ্যে, ভুয়ো। গুজব ছাড়া এগুলো কিছুই নয়। অন্যদিকে বিচ্ছেদ হয়েছে কি হয়নি! এসব নিয়ে যখন আলোচনা চলছে তখন নিজের ইনস্টাস্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেতা অর্জুন কাপুর।
ঠিক কী লিখেছেন অর্জুন?
শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুর লেখেন, ‘আমাদের জীবনকে আমরা দু’ভাবে বেছে নিতে পারি। এক, আমরা আমাদের অতীতে বন্দী হয়ে থাকতে পারি, নয়ত ভবিষ্যতে নতুন সম্ভাবনার সন্ধান করতে পারি।'
আরও পড়ুন-'আজ দেখে শুনে টিপবেন', সক্কাল সক্কাল আঙুল দেখিয়ে পোস্ট করলেন মীর, নেটপাড়া বলছে…

অর্জুন কাপুরের এই পোস্ট দেখে আবার কিছু নেটিজেনের অনুমান, মালাইকার সঙ্গে তিনি যে বিচ্ছেদের পথেই হাঁটছেন, তারই ইঙ্গিত দিচ্ছে এই পোস্ট। ২০১৮ সালে অর্জুন ও মালাইকার ৪৫তম জন্মদিনে তাদের সম্পর্ককে অফিসিয়াল করেছিলেন।
প্রসঙ্গত, পিঙ্কভিলাকে অর্জুন-মালাইকার এক ঘনিষ্ঠ জানান, 'মালাইকা ও অর্জুনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল। তাঁরা একে অপরের হৃদয়ে চিরকালই বিশেষ স্থান দখল করে থাকবেন। তবে এরপরেও তাঁরা আলাদা হওয়ার পথই বেছে নিয়েছেন। এই বিষয়ে তাঁরা সম্মানজনকভাবেই নীরবতা বজায় রাখবেন। তারা কাউকে তাদের সম্পর্ককে টেনে কাউকে কাদা ছেটানোর অধিকার দিতে চান না।
শুধু পিঙ্কভিলাই নয়, সংবাদ সংস্থা IANS এর তরফেও একই তথ্য দেওয়া হয়। জানানো হয় অর্জুন এবং মালাইকা আলাদা হয়ে গিয়েছেন। তবে তাঁরা এখনও একে অন্যকে সম্মান করেন। তাঁদের মধ্যে যোগাযোগ আছে।
অর্জুনের আসন্ন ছবি
এদিকে কাজের ক্ষেত্রে অর্জুন কাপুরকে রোহিত শেঠির সিংহাম এগেইন-এ ভিলেনের চরিত্রে দেখা যাবে। অজয় দেবগন, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও রণবীর সিং অভিনীত এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সুপারহিট সিংঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হল 'সিংঘম এগেইন'।