প্রযোজক বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োর সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন অনেক মহিলারাই। সারাদিন বাইরে থাকার পর বাড়ি ফিরে ব্রা খোলার মধ্যে যে শান্তি রয়েছে তা নিয়ে একটা ভিডিয়ো শেয়ার করেন তিনি। যাতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রিন্টেড সাদা-কালো ওয়ানপিস পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন তিনি। এরপর খুলে ফেলেন ব্রা চটপট। ভিডিয়ো শেয়ার করে অংশুলা লিখলেন, ‘সানডে ব্রাঞ্চ সেরে বাড়ি ফেরার পরের সবচেয়ে ভালো মুহূর্ত।’ হ্যাশট্যাগে NoBraClub কথাটাও জুড়ে দিয়েছেন।
অংশুলার এই পোস্টে কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লিখেছেন ‘রোজ’। সঙ্গে একটা হাসির স্মাইলি। কমেন্ট করেছেন অংশুলার প্রোফাইলে থাকা অনুরাগীরাও। এক মহিলা লিখেছেন, ‘লকডাউনের সময় এই কারণেই সব দিন রবিবার লাগত’। আরেকজন লিখলেন, ‘বাড়ি ফিরে রোজ এটাই করে থাকি আমি সবার আগে।’ অন্যজনের মত, ‘ব্রা-র নাগপাশ থেকে মুক্তি পাওয়ার মধ্যে যে শান্তি রয়েছে তা শুধু মেয়েরাই জানে।’
প্রযোজক বনি কাপুর ও মোনা শুরির ছোট মেয়ে অংশুলা। দাদা অর্জুন কাপুর। বলিউডে পা না রাখলেও তিনি ফ্যানকাইন্ড নামের একটি সংস্থা চালান, যা সাধারণ মানুষদের তারকাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। এবং এর থেকে প্রাপ্ত অর্থ খরচ করা হয় কোনও ভালো কাজে।
সোশ্যাল মিডিয়ায় হামেশা বডি পজিটিভিটির পোস্ট শেয়ার করে থআকেন তিনি। এই কদিন আগেই যেমন লিখেছিলেন, এখন আর হাতকাটা পোশাক পরার জন্য রোগা হাতের প্রয়োজন নেই তাঁর। জিম থেকে শেয়ার করা সেই ভিডিয়োটাও অনেকেরই ভালোবাসা কুড়িয়েছ্ল, বিশেষ করে অংশুলার মহিলা ভক্তদের।