অভিনেতা অর্জুন কাপুর নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন ‘সিংঘম রিটার্নস’ দিয়ে। খলনায়ক হিসেবে অর্জুনের শয়তানি দেখলে, বোঝা দায় এই ছেলেটাই নিজের রোম্যান্টিক অবতার দিয়ে কেড়ে নিয়েছে লাখো-ভক্তের মন। তবে অর্জুনের জীবনে এখন অনেকটাই শূন্যতা। যার কারণ মালাইকা আরোরার সঙ্গে তাঁর প্রেম-ভাঙা। আপাতত তিনি সিঙ্গেল। Masala.com-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অর্জুন জানান, গত পাঁচ বছর তাঁর জন্য কঠিন ছিল।
কী বললেন অর্জুন?
বনি কাপুরের ছেলেকে বলতে শোনা গেল, ‘আমি দীর্ঘদিন ধরে ধৈর্য ও শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা ও প্রশংসা পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় আমার অভিষেক এত ভালোবাসা পেয়েছিল, কোথাও না কোথাও আমি সেই অনুভূতিটাকে আবার জাগিয়ে তুলতে চেয়েছিলাম। সত্যি বলতে এই সময়টাকে আমি উপভোগ করছি। এত ভালোবাসা পাওয়া নিঃসন্দেহে ইতিবাচক। তবে হ্যাঁ, আপনাকে এখনও পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে।’
অর্জুন শেয়ার করেছেন, গত ৫ বছর তাঁর জন্য কঠিন ছিল
‘আমি এটাও বিশ্বাস করি যে, আমার জন্য সেখানে ভালোবাসা রয়েছে। কিছু লোক আছে যারা আমার জন্য উৎসাহ দিতে চায় এবং আমাকে সমর্থন করতে চায়। আমি এই মুহূর্তে দর্শকের কথা বলছি, পাশাপাশি ইন্ডাস্ট্রি এবং মিডিয়ার কথা। এই পৃথিবীতে যথেষ্ট ভালো মানুষ আছে, যারা আপনাকে সমর্থন করছে। তবে হ্যাঁ, গত কয়েক বছর, আরও নির্দিষ্টভাবে বললে গত ৫ বছর আমার জন্য কঠিন ছিল’, নিজের বক্তব্যে আরও জুড়ে নেন অর্জুন কাপুর।
অর্জুনের বলিউড কেরিয়ার
২০১২ সালে ইশকজাদে সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অর্জুন কাপুর। তারপর থেকে তিনি গুন্ডে, টু স্টেটস, ফাইন্ডিং ফ্যানি, হাফ গার্লফ্রেন্ড, পানিপথ এবং সন্দীপ অউর পিঙ্কি ফারার-এর মতো অভিনয় করেন। এছাড়াও সর্দার কা গ্র্যান্ডসন, ভূত পুলিশ, এক ভিলেন রিটার্নস এবং কুট্টিতেও অংশ নিয়েছিলেন। অর্জুন বর্তমানে তাঁর সিংহম এগেইন চলচ্চিত্রের সাফল্য উপভোগকরছেন চেটেপুটে।
ব্যক্তিগত জীবনে অর্জুন
চলতি বছরের শুরু থেকেই অর্জুন কাপুরের প্রেম ভাঙার খবর পাওয়া যাচ্ছিল। যদিও তা নিয়ে কেউই কথা বলেননি। কিছুদিন আগে তিনি ঘোষণা করেন সিঙ্গেল হিসেবে। ১২ বছরের বড়, এক ছেলের মা মালাইকা আরোরা-র সঙ্গে প্রেম নিয়েও ঘরে বাইরে বেশ চাপে ছিলেন অভিনেতা। কটাক্ষ তো ছিলই সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে কাপুররাও নাকি খুশি ছিলেন না।এমনকী, অর্জুনের বোনদের সঙ্গেও সেভাবে ভাব জমেনি মাল্লার। অর্জুনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ‘মেন্টর’ সলমন খানের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয়, এই প্রেমের কারণেই।