কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন অর্জুন কাপুর। আসলে বলিউডে পা রাখার আগে থেকেই অর্জুনের লাভ লাইফ থেকেছে চর্চায়। সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন বনি-পুত্র। সেই প্রেম টেকেনি। এরপর সলমনের বৌদির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। আরবাজ-মালইকার ডিভোর্সের আগেই শুরু অর্জুন-মালািকার প্রেম। আরও পড়ুন-হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে ব্রেকআপ! ফের কম বয়সী পুরুষের প্রেমে ৫১-র মালাইকা, কে তিনি?
কিন্তু চলতি বছরে মালাইকার সঙ্গেও ব্রেকআপ হয়ে গিয়েছে বলিউডের ‘ইশকজাদে’র। তারপরেও মালাইকার সৎ বাবা-র মৃত্যুর পর ছুটে গিয়েছিলেন অর্জুন। 'ফিগারিং আউট উইথ রাজ শামানি' অনুষ্ঠানে অর্জুন বলেন, নিজের সম্পর্কের কথা জনসমক্ষে স্পষ্ট রাখাই ভালো। অন্যথায়, লোকেরা এটি এমনভাবে উপস্থাপন করবে যা সেটিকে সস্তা দেখায়। নিজেকে প্রাইভেট পার্সন পরিচয় দিয়ে তিনি জানান, আলিয়া ভাট, করণ জোহর এবং বরুণ ধাওয়ান তাঁকে টু স্টেটসের পর সোশ্যাল মিডিয়ায় আসতে বাধ্য করেছিলেন।
মালাইকার পাশে থাকা নিয়ে অকপট অর্জুন
অভিনেতা বলেন, ‘জীবনের কোনও এক দৃষ্টান্তে না গিয়েও বলতে চাই, খুশি, জাহ্নবীর সঙ্গে যা হয়েছে (শ্রীদেবীর মৃত্যু) সেটার মধ্যে একটা সহজাত প্রবৃত্তি ও তাড়না কাজ করে। এক্ষেত্রেও একটা সহজাত প্রবৃত্তি ও প্রবৃত্তি আছে। আমি যদি কারও সাথে মানসিক বন্ধন তৈরি করি তবে আমি ভাল এবং খারাপ নির্বিশেষে সেখানে থাকব ... আমি এমন কেউ নই যে সবার জন্য এটি করছি। আমি যদি কারও সাথে আবেগ অনুভব করি তবে সেই আবেগ সারা জীবন থাকবে।’ গত সেপ্টেম্বরে আত্মহত্যা করেন মালাইকা অরোরার বাবা অনিল।
'হারানোর ভয়' সম্পর্কে কথা বললেন অর্জুন
অর্জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাঁর সম্পর্ক টেকে না। তিনি তৎক্ষণাৎ উত্তর দেন, ‘আমার মনে হয় আমার মধ্যে হারানোর ভয় রয়েছে। এটা কমিটমেন্ট ফোবিয়া নয়, পার্থক্য আছে। আমি সবসময় অনুভব করি যে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, আমার বাবা অন্যকে পছন্দ করেছেন... তাই হারানোর আশঙ্কা থেকেই যায়। একটা অনুভূতি আছে যে শেষ পর্যন্ত সবাই আমাকে ছেড়ে চলে যাবে। এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি….এটি একটি অবচেতন জিনিস যার মূল্য আমাকে চোকাতে হয়।’
অর্জুন এবং মালাইকার সম্পর্কের টাইমলাইন
মালাইকা এবং অর্জুন ২০১৮ সালে ডেটিং শুরু করেছিলেন। এরপর থেকেই মালাইকার ডিভোর্সি তকমা, বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রোল হয়েছেন অর্জুন। চলতি বছরের গোড়া থেকেই দুজনের মধ্যে তৈরি দূরত্বের কথা সামনে আসছিল।
চলতি বছরের অক্টোবরে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে নীরবতা ভাঙেন অর্জুন। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত প্রকাশ্যেই জানান, ‘আমি এখন সিঙ্গল’। ওদিকে অর্জুনের সঙ্গে ব্রেকআপের মাস ঘুরতে না ঘুরতেই মাথাচাড়া দিয়েছে মালাইকার নতুন প্রেমের জল্পনা। চর্চা, ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে প্রেম করছেন মালাইকা।