দীর্ঘদিন মালাইকা আরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে কানাঘুষোয় শোনা যেতে থাকে যে তাঁরা একসঙ্গে নেই। ধীরে ধীরে সেই জল্পনায় সিলমোহর পড়েছে। মালাইকা তো অতীত, তাহলে এবার কবে বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন? কী জানালেন?
আরও পড়ুন: কৌশিক-জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
বিয়ে নিয়ে কী জানালেন অর্জুন কাপুর?
সদ্যই ট্রেলার লঞ্চ হল অর্জুন কাপুরের আগামী ছবি মেরে হাসবেন্ড কী বিবির। সেই অনুষ্ঠানে এসেই অভিনেতা কথা বললেন তাঁর বিয়ের প্রসঙ্গে। এদিন অর্জুন জানান, ' যদি কিছু থেকে থাকে (প্রেম) আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব। আজ সিনেমা নিয়ে কথা বলতে এসেছি, সেটাকে উদযাপন করতে এসেছি। আমি ছবিটা নিয়ে কথা বলতে চাই। আমার মনে হয় আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে, কথা বলতে সবাইকে অ্যালাও করেছি যখন আমার কমফোর্টেবল লেগেছে। যখন সঠিক সময় আসবে করব।'
তিনি এদিন আরও বলেন, 'আমার জন্য এখন প্রধান আমার ছবি। স্ত্রীর স্বামী হওয়াটাকে উপভোগ করতে চাই। আর যখন আমাদ স্ত্রীকে নিয়ে কথা বলফ সময় আসবে, তখন সঠিক সময়ই সেটা নিয়ে বলব।'
ফলে এদিনের ইভেন্টে তিনি ইঙ্গিতে বেশ ভালোই বুঝিয়ে দেন যে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বিশেষ কথা বলতে চান না। এমনকি মালাইকা আরোরার সঙ্গেও বিচ্ছেদের কথাটা তিনি ভীষণই সংবেদনশীলতার সঙ্গেই জানিয়ে দিয়েছিলেন। যদিও মালাইকা এখনও এই বিষয়ে মুখ খোলেননি। ৬ বছর একসঙ্গে থাকার পর আলাদা হন তাঁরা। যদিও গত বছর যখন অভিনেত্রীর বাবা মারা যান তখন সেখানে তাঁর পাশে ছিলেন অর্জুন।
আরও পড়ুন: মহাকুম্ভ থেকে বলিউড! প্রথম ছবিতেই ভাইরাল কন্যে মোনালিসার নায়ক হচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা
অর্জুন কাপুরের কাজ
অর্জুন কাপুরকে আগামীতে দেখা যাবে মেরে হাসবেন্ড কী বিবি ছবিতে। এই ছবিটি আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এখানে অভিনেতার সঙ্গে থাকবেন রকুল প্রীত সিং এবং ভূমি পেডনেকর। জ্যাকি ভাগনানি ছবিটির প্রযোজনা করেছেন। মুদাস্সর আজিজ পরিচালনা করেছেন। এটি একটি রোম্যান্টিক কমেডি ছবি যেখানে ত্রিকোণ প্রেম দেখা যাবে। অর্জুন কাপুরকে শেষবার সিংঘম এগেন ছবিতে মুখ্য খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল। সেই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।