আরজি কর কাণ্ডের রেশ পৌঁছেছে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে। শুধু টলিউড নয়, ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বলি তারকারাও। আর আজ ১৯ অগস্ট রাখি পূর্ণিমা। ভাই-বোনের এই বন্ধনেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন অভিনেতা অর্জুন কাপুর।
রাখি উদযাপনের আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করেছেন অর্জুন কাপুর। সেই ভিডিয়ো বার্তায় কী বলেছেন অর্জুন?
অর্জুন বলেন, ‘আজ বোনদের সঙ্গে রাখি উৎসব পালন করতে যাব। তবে চারদিকে যা হচ্ছে, তার মধ্যে এই উৎসব উদ্যাপন করতে অদ্ভুত লাগছে! এই ধরনের উৎসব পালনের অর্থ পরস্পরকে রক্ষা করা, বোনকে রক্ষা করা, জীবনে যে মহিলারা রয়েছেন তাঁদের পাশে থাকা। কিন্তু এই সময়ও ছেলেদের মধ্যে শিক্ষা ও বোঝাপড়ার বড়ই অভাব।’
অর্জুনের কথায়, ‘আমি জানি ভাই সুরক্ষা দেবে, পুরুষ সুরক্ষা দেবে এটা দেখতেই আমরা অভ্যস্ত। তবে কোথাও না কোথাও আমার মনে হয় পুরুষদের এটা শেখাতে হবে যে মহিলাদের সুরক্ষা দেওয়ার চাইতে ওরা যাতে নিরাপদ বোধ করে সেই পরিবেশ তৈরি করা বেশি প্রয়োজন। আর এই শিক্ষাটাই পুরুষকে দেওয়া প্রয়োজন।’
অর্জুন কাপুর আরও বলেন, ‘'এটা সত্যিই অনেক ভাবনার বিষয়। এজন্য অনেক আলোচনার প্রয়োজন। জানি না এর কতটা পরিবর্তন সম্ভব! তবে এটাই আমার মাথায় ঘুরছে। আমরা কেন এমন হয়ে উঠতে পারি না, যাতে মহিলাদের আলাদা করে সুরক্ষা দেওয়ারই প্রয়োজন পড়বে না। তাঁরা নিজেরাই নিরাপদ বোধ করবেন!'’
অর্জুন কাপুরের এই ভিডিয়ো ইতিমধ্য়েই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। বহু নেটিজেনই বনি পুত্রে সঙ্গে সহমত পোষণ করেছেন।