বনি কাপুর এবং তাঁর প্রথম স্ত্রী মোনার যখন বিবাহ বিচ্ছেদ হয়, তখন তাঁদের মেয়ে অনশুলার বয়স সবে ৫ বছর! মোনার সুখী দাম্পত্যে চিড় ধরিয়েছিল বনি-শ্রীদেবীর পরকীয়া। জানা যায়, বিয়ের আগেই অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন বলিউডের ‘রূপ কি রানি’। ১৯৯৬ সালে মোনাকে ডিভোর্স দিয়ে তড়িঘড়ি শ্রীদেবীকে বিয়ে করেন প্রযোজক বনি কাপুর। আরও পড়ুন-কাজের লোক,দুধওয়ালাদের লিফট ব্যবহারে নিষেধাজ্ঞা! ক্ষোভ উগরে দিলেন মমতা-ভক্ত শিল্পী
বাবার দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া সহজ ছিল না অর্জুন এবং তাঁর বোন অনশুলার পক্ষে। ধীরে ধীরে বাবার সঙ্গে তিক্ত হয়ে ওঠে তাঁদের সম্পর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনশুলা কাপুর তার বাবা-মার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। অনশুলার কথায়, লোকজন তাঁদের পারিবারিক মূল্যবোধ এবং লালন-পালন সম্পর্কে কটূক্তি করতে শুরু করেছিল, যা দুই-ভাইবোনের শৈশবকে ছিন্ন-ভিন্ন করে দেয়।
হাটারফ্লাইয়ের সাথে সাম্প্রতিক আলাপচারিতায় এক বিচ্ছিন্ন দম্পতির মেয়ে হওয়ার চ্যালেঞ্জগুলি নিয়ে অকপটে কথা বলেন অনশুলা। তিনি বলেন, ‘৯০ এর দশকে বেড়ে ওঠেছি, সেই সময় কেউ জানত না যে বাবা-মা আলাদা হয়ে গেলে কী বলতে হবে। লোকেরা পারিবারিক মূল্যবোধ, আমার বেড়ে ওঠা ইত্যাদি সম্পর্কে কথা বলতে শুরু করেছিল ... আমি খোলসের মধ্যে ঢুকে পড়েছিলাম এবং এই নতুন স্বাভাবিক বিষয়টি (ডিভোর্স) কী তা বোঝার চেষ্টা করছিলাম’।
তারকায় ভরা পরিবারে বেড়ে ওঠার কথা বলতে গিয়ে অংশুলা বলেন, ‘অবশ্যই বাবা বলিউডের অংশ ছিলেন, মাও কাজ করতেন, সঞ্জয় চাচ্চু (সঞ্জয় কাপুর) কাজ করতেন। অবশেষে, যখন আমরা আমাদের নিজস্ব জায়গায় চলে গেলাম, মাকে একা হাতে সবটা সামলাতে হয়েছিল ... তিনি এরদিকে ছিলেন আমাদের তত্ত্বাবধায়ক, ভালোবাসার মানুষ, সব সমস্যার সমাধানকারী এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তিনি বাবা-মা উভয় ভূমিকাই পালন করেছিলেন এবং যেন তাঁর দশটি হাত ছিল, দশভূজা হয়ে আমাদের যত্ন নিতেন’।
মোনা এবং বনি সম্পর্কে
১৯৮৩ সালে মোনা শৌরিকে বিয়ে করেন বনি কাপুর। যখন মোনা সবে ১৯ বছরের তরুণী। অর্জুন কাপুর ও অনশুলা তাঁদের দুই সন্তান। ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ওই বছর ২রা জুন শ্রীদেবীকে বিয়ে করেন বনি। বলিউডে এ কথা কারুর অজানা নয়, যে মোনার সঙ্গে বিবাহিত থাকাকালীনই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বনি। তাঁদের দুই সন্তান - জাহ্নবী এবং খুশি।
ক্যানসার ও উচ্চ রক্তচাপের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ২০১২ সালে মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয় টিভি সিরিয়ালের জনপ্রিয় প্রযোজক মোনা শৌরির। তখন তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। মায়ের মৃত্যুর পর বোনকে আগলে রেখেছেন অর্জুন।
শ্রীদেবীর সঙ্গে কোনওদিনই সহজ ছিল না অর্জুন-অনশুলার সম্পর্ক। শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোন জাহ্নবী ও খুশির কাছাকাছি আসেন দুজনে। ২০১৮ সালে দুবাইয়ের এক হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর।