সইফ আলি খান কন্যা সারা আলি খান ইতিমধ্যেই জড়িয়েছেন বেশ কয়েকটি সম্পর্কে। সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ান, বীর পাহাড়িয়ার পর এবার মডেল তথা অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে সারার সম্পর্কের কথা ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সত্যি কি সারার সঙ্গে সম্পর্ক রয়েছে অর্জুনের? কী বললেন অর্জুন?
অর্জুন প্রতাপ বাজওয়া কে?
অর্জুন প্রতাপ বাজওয়া হলেন রাজনীতিবিদ ফতেহ সিং বাজওয়ার পুত্র। ফতেহ সিং পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র সদস্য। অর্জুন একজন অভিনেতা, মডেল। ব্র্যান্ড অফ মহারাজাস চলচ্চিত্র অনবদ্য কাজের জন্য তিনি জনপ্রিয় হয়েছেন। এছাড়া সিং ইজ ব্লাইং সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, কী ঘটেছে?
অর্জুন বাজওয়া এবং সারা আলি খানকে যখন একসঙ্গে কেদারনাথে ঘুরতে দেখা যায়, ঠিক তখনই তাঁদের প্রেমের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ২০২৪ সালের অক্টোবর মাসে সারা এবং অর্জুনকে দেখা যায় কেদারনাথ ভ্রমণ করতে। শুধু তাই নয়, আরও একটি পোস্টে রাজস্থানের একটি জায়গায় সারা আলি খান এবং অর্জুনকে আলাদাভাবে পোজ দিতে দেখা যায়।
ভাইরাল হওয়া এই ছবিগুলির পরেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়, সারা এবং অর্জুনের প্রেমের। জল্পনা শুরু হয়ে যায়, দুজনের ডেটিংয়ের। অনেকেই মনে করেন, বীর পাহাড়িয়ার পর অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা। এই বিষয়ে সারা কোনও কথা না বললেও এবার মুখ খুললেন অর্জুন।
আরও পড়ুন: কঙ্গনার 'ইমার্জেন্সি'তে বঙ্গবন্ধুর চরিত্রে ঋষি কৌশিক, কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
ভারিন্দর চাওলার সঙ্গে একটি সাক্ষাৎকারে অর্জুন বলেন, লোকেদের যেটা লেখার তারা লিখবেই। এটা ওদের কাজ। তারা শুধু তাদের কাজ করছে। এই খবর আমাকে নাড়া দেয় না। আমি এখন আমার কাজের উপর শুধু ফোকাস করতে চাই। এই সমস্ত গুজব আমায় বিরক্ত করে না। আমি জানি আমায় কি করতে হবে।
প্রসঙ্গত, আজ মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ‘স্কাই ফোর্স’। এই সিনেমায় প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় সারা এবং বীর ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, নিমরত কৌর।