অর্জুন রামপাল সম্প্রতি ইউটিউবে রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিচ্ছেদ, প্রতারণা সবটা নিয়ে খোলামেলা ভাবে তাঁর চিন্তাভাবনা শেয়ার করেছেন। অভিনেতা মতে প্রতারণা আসলে নেশার মতো। তাঁর মতে একজন জীবন সঙ্গীর সঙ্গে সুস্থ শারীরিক এবং মানসিক সম্পর্ক বজায় রাখা উচিত।
তিনি বলেছেন, 'আমি প্রেম করতে ভালোবাসি। আমি মনে করি প্রেম করা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হ্যাঁ, পাশাপাশি আমি এও মনে করি একজন সঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন কারুর সঙ্গে এক বিছানায় শোবেন, শারীরিক ভাবে ঘনিষ্ট হবেন, তখন আপনি বুঝতে পারবেন না যে সেখানে একটা বড় শক্তির বিনিময় হচ্ছে। আপনি সেই মানুষটার কাছ থেকেও শক্তি গ্রহণ করছেন, আবার সেও একই ভাবে আপনার কাছ থেকে শক্তি গ্রহণ করছে। আর এই শক্তি কিন্তু আপনার ডিএনএ-এর মধ্যেই কোথাও যাচ্ছে।'
আরও পড়ুন: 'কিছুই আসল নয়, সবই নকল…' রিয়েলিটি শোয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন সুনিধি
সম্পর্কে প্রতারণার বিষয়ে তাঁর কী চিন্তাভাবনা সে কথাও জানান অভিনেতা। তিনি বলেন, 'এটা একটা নেশার মতো বিষয়, এটা এমন একটা অভ্যাস যা মানুষ নিজেরা তৈরি করে। আমি এমন অনেক লোককে জানি যাদের অন্য মহিলার প্রয়োজন। তাতে তাঁরা দাম্পত্যে জীবনে যতই সুখে থাকুন না কেন, তাঁদের বিয়ে যতই সুখের হোক না কেন। আমি জানি না, তাঁরা কেন এরকম করেন। তাঁদের মধ্যে এটা তাঁদের জীবনে নতুন উত্তেজনা নিয়ে আসে। কিন্তু এটা আসলে তা নয়, কেবল একটা নেশাই, যা আপনাকে টেনে নিয়ে যাবে।'
অর্জুন, ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মেহর জেসিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। তাঁদের দুই মেয়েও রয়েছে। বর্তমানে তিনি গ্যাব্রিয়েল ডেমেট্রিয়েডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের দুই ছেলে রয়েছে। কিন্তু তাঁরা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্জুনের মতে, 'বিয়ে একটি কাগজের টুকরো। আমি বিশ্বাস করি এটা আসলে মনের ব্যাপার আর বিশ্বাসের।'
আরও পড়ুন: পাহাড়ে রহস্য সমাধানে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'! ‘বেশ কঠিনও ছিল…’, সিরিজ নিয়ে অকপট রজতাভ
কাজের সূত্রে, অর্জুনকে আদিত্য ধর পরিচালিত একটি ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, এবং অক্ষয় খান্না। তবে ছবির চিত্রনাট্য কীরকম হবে বা কী নিয়ে গল্প তা অবশ্য এখনও অপ্রকাশিত। এর পাশাপাশি, অর্জুনকে 'ব্যাটেল অফ ভীমা কোরেগাঁওয়'-এ দেখা যাবে। এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রমেশ থিতে। ছবিতে অর্জুন সিধনাক মাহার ইনামদারের ভূমিকায় অভিনয় করবেন। যিনি সিধনাক মাহার নামেও পরিচিত, মাহার একজন ভারতীয় সৈনিক ছিলেন। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন দিগঙ্গনা সূর্যবংশী।