অর্জুন রামপাল বলিউডের অন্যতম স্বনামধন্য অভিনেতা। আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ক্র্যাক। তার আগেই একটি বড় তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেতা। জানালেন তাঁর বড় মেয়ে মাহিকাও তাঁর দেখানো পথে হাঁটতে চলেছেন। তিনিও শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন। অভিনয় করতে, লাইট, ক্যামেরা, অ্যাকশন সেও খুবই পছন্দ করেন।
আরও পড়ুন: মার্চ থেকেই ডন হয়ে ওঠার প্রস্তুতি শুরু রণবীরের! প্রথম ধাপে কী কী শিখছেন কিয়ারা?
আরও পড়ুন: আইনি বিয়ে সেরে মালা পরাতে ভুলেই গেলেন কাঞ্চন! নতুন বরকে জাপটে ধরে চুমু শ্রীময়ীর
অর্জুন রামপালের মেয়ে ডেবিউ করছেন বলিউডে?
এদিন ইন্ডিয়া টুডে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন রামপাল জানিয়েছেন তাঁর বড় মেয়েও এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। অভিনেতার কথায় তাঁর মেয়ে মাহিকা অভিনেতা হতে ভীষণই আগ্রহী। অভিনয়টা তাঁর মধ্যেই আছেন বলে জানান। ছোট থেকেই নাকি মাহিকা স্কুলের নাটকে অংশ নিতেন। ভালো ভালো চরিত্রে কাজও করেছেন। একই সঙ্গে অভিনেতা জানান বাড়িতেও নাকি তাঁর বড় মেয়ে তাঁদের সবাইকে বিনোদন দেন।
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে জ্যাকসনের মুন ওয়াক সৌরভের, সচিনের সঙ্গে তুলনা শুনে বললেন, 'এই ওকে কেউ...'
অর্জুন রামপালের মেয়ে মাহিকা ইতিমধ্যেই মেট ফিল্ম স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে পাশ করেছেন। অভিনয়ের একটি ফুল কোর্স করেছেন তিনি। এখান থেকে পাশ করার পরই মাহিকার এই ইন্ডাস্ট্রির বিষয়ে একটি পূর্ণ ধারণা হয়েছে বলেও জানান অর্জুন। সেখানে অনেকে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
এই ফিল্ম স্কুলে ছাত্রদের গল্প লেখা, পরিচালনা, এডিটিং, প্রোডাকশন, অভিনয়, ক্যামেরার কাজ সহ একাধিক বিষয়ে শিক্ষা দেওয়া হয় যা একজনকে এই বিনোদন জগতের আদর্শ হিসেবে গড়ে তোলে।
তবে একা মাহিকা নন, বা কোনও স্টার কিড এই প্রথম বলিউডে ডেবিউ করছেন সেটাও নয়। ইতিমধ্যেই শ্রীদেবী কন্যা খুশি, জাহ্নবী, শাহরুখ কন্যা সুহানা, অমিতাভের নাতি অগস্ত্য প্রমুখ ডেবিউ করে ফেলেছেন বলিউডে।