প্রাক্তন মানেই মুখ দেখাদেখি বন্ধ, কাদা ছোঁড়াছুঁড়ি এমনটা নয়। সম্পর্ক ভাঙলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে চলেন বলিউডের একাধিক জুটি। যার মধ্যে অন্যতম অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া। ২১ বছরের বিয়ে ভেঙেছিল দুজনের। অর্জুনের কথায়, অল্প বয়সে বিয়ে করাটাই কাল হয়েছিল দুজনের জন্য।
আপতত গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন ‘ওম শান্তি ওম’-এর খলনায়ক। প্রাক্তন স্ত্রী-র সঙ্গে বান্ধবীর সম্পর্ক নিয়েও খোলাখুলি কথা বললেন অর্জুন। 'দ্য রণবীর শো'-তে অভিনেতা জানান বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গে মেহেক এবং দুই মেয়ের সম্পর্ক খুব মজবুত। অন্যদিকে অর্জুন-গ্যাব্রিয়েলার ছেলেদেরও খুব ভালোবাসে তাঁর প্রথমপক্ষের মেয়ে-বউ।
২৪ বছরে বিয়ে ভুল সিদ্ধান্ত ছিল
অর্জুন বলেন, ‘আমি ছোটবেলায় বাবা-মার সংসার ভাঙতে দেখেছি, এবং আমার জন্য বিয়েতে সফল না হওয়াটা বড় ব্যাপার ছিল। এটা এমন একটি বিষয় ছিল যা আমাকে সত্যিই পিছনে ফিরে তাকাতে বাধ্য করেছিল, ভাবিয়েছিল কীভাবে ভুল হয়েছিল, কোথায় আমার ভুল ছিল ... সেইসময় বুঝতে পারিনি এবং আমি এর দায় এখন নিই। আজ, আমরা সবাই একে অপরের খুব কাছাকাছি এবং প্রেমময় সম্পর্কে রয়েছি ... আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম, এবং আমি মনে করি এটি খুব তাড়াতাড়ি; তোমার বয়স অনেক কম এবং এখানে অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতা অর্জন করার আছে। পরিপক্ক হতে হবে। ছেলেরা মেয়েদের তুলনায় অনেক ধীর গতিতে পরিপক্ক হয়। এটা প্রমাণিত সত্য যে আমরা নির্বোধ। তুমি যদি এতে (বিয়েতে) সফল হতে চাও, তাহলে অপেক্ষা করো’।
গ্যাব্রিয়েলার সঙ্গে কেন তিনি আইনত বিবাহিত নন?
২০১৮ সাল থেকে একসঙ্গে থাকলেও গাঁটছড়া বাঁধেননি অর্জুন-গ্যাব্রিয়েলা। দুই সন্তানের মা-কে কেন বিয়ে করেননি অর্জুন? নায়ক জানালেন, 'বিয়ে শুধুই এক টুকরো কাগজ। আমরা ইতিমধ্যে বিবাহিত, এবং আমার মনে এটি সম্পর্কে কোনও সন্দেহ নেই। তবে কখনও কখনও সেই কাগজের টুকরোটি আপনাকে পরিবর্তন করতে পারে। আপনি কেবল আইনত একভাবে আবদ্ধ, তবে এটি একে অপরের প্রতি আপনার মনোভাব পরিবর্তন করতে পারে। আমাদের দুজনের মনে, আমরা একে অপরের সাথে বিবাহিত... তার সঙ্গে আমার দুই সুন্দর ছেলে আছে। আমি ধন্য। আমার মেয়েদের সঙ্গেও গ্যাব্রিয়েলার মিষ্টি সম্পর্ক। মেহেরের সঙ্গেও গ্যাব্রিয়েলার খুব বন্ধুত্বপূর্ণ বন্ধন।
অর্জুন রামপাল এবং বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ২০২৩ সালে তাদের দ্বিতীয় পুত্রকে স্বাগত জানিয়েছেন, খুদের নাম আরিভ। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান আরিক জন্মগ্রহণ করে। প্রাক্তন স্ত্রী মেহেরের সঙ্গে অর্জুনের দুই মেয়েও রয়েছে- মাইরা রামপাল এবং মাহিকা রামপাল। অর্জুন এবং গ্যাব্রিয়েলা ২০১৮ সালে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে দেখা করেছিলেন এবং কয়েক মাস পরে ডেটিং শুরু করেছিলেন। তখনও আইনত প্রথম স্ত্রীর থেকে আলাদা হননি অর্জুন। ২০১৯ সালে মেহেরের সাথে ডিভোর্স মঞ্জুর হয় অর্জুনের।