দুর্নিবারের পর এবার আবির! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আবির চট্টোপাধ্যায়? তাঁর প্রথম পক্ষের সন্তান আছে। এদিকে আবার তাঁর দ্বিতীয় তথা হবু স্ত্রী তাঁর প্রথম স্ত্রীকে চেনেন। টলিউডের অন্দরে কান পাতলে এমনই খবর শোনা যাচ্ছে। আর তাঁর এই দ্বিতীয় বিয়ের ঘটকালি করছেন নাকি পরিচালক অর্জুন দত্ত! ভাবছেন বিষয়টা কি? সুখী দাম্পত্য জীবন কাটানোর পরেও কেন তিনি তাঁর বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন? আসলে এসব কিছুই নয়। যা হচ্ছে সবটাই সিনেমায়।
টলিউডের অন্দরে যে খবর ভাসছে তাতে শোনা যাচ্ছে অব্যক্ত থেকে শ্রীমতীর মতো ছবি উপহার দিয়েছেন যে পরিচালক, সেই অর্জুন দত্ত নাকি আবিরের দ্বিতীয় বিয়ে দিতে চলেছেন। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত না পরিচালক, বা অভিনেতা কেউই কিছু জানাননি। বরং মুখে কুলুপ এঁটে রেখেছেন।
তবে আপাতত যা খবর মিলেছে, তাতে শোনা যাচ্ছে অর্জুন দত্তের আগামী ছবির নাম হতে চলেছে ডিপ ফ্রিজ। সেখানেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এখানে তাঁর প্রাক্তনের ভূমিকায় দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। তবে দ্বিতীয় পক্ষের স্ত্রী কে হচ্ছেন সেটা এখনও জানা যায়নি। এখানে দেখা যাবে প্রথম পক্ষের থেকে আবিরের একটি ছেলেও আছে। কিন্তু হঠাৎ ছবির নাম ডিপ ফ্রিজ কেন?
সম্পর্কে যখন আর টান থাকে না, অনুভূতি ঠান্ডা হয়ে যায় তখন সেটা বরফে মতো হয়ে যায়। অনেকটা ডিপ ফ্রিজের মতো। সম্পর্কের নানা স্তর, চরিত্রের নানা দিক এই ছবিতে উঠে আসবে বলে জানা গিয়েছে। আগেও যেমন পরিচালক তাঁর ছবিতে সম্পর্কের কথা তুলে ধরেছিলেন এবারও তার অন্যথা হবে না বলেই অনুমান করা হচ্ছে।
এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন সৌম্যঋত। তবে কার কণ্ঠে এই ছবির গান শোনা যাবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু এই ছবিতে গানের যে একটা বড় ভূমিকা থাকবে সেটা নিশ্চিত। এখনও অনেক উত্তর অধরা থাকলেও জানা গিয়েছে পয়লা বৈশাখের আগেই নাকি এই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।