শেক্সপিয়র বলেছিলেন 'নামে কী বা আসে যায়!' সত্যিই কি নামে কিছু আসে যায়? এমন প্রসঙ্গ বহুবার উঠেছে। তবে বাস্তব বলছে নামে সত্যিই আসে যায়। কারণ, নাম বিভ্রাটের ঘটনা নতুন নয়। সম্প্রতি এই নামের গোলক ধাঁধায় পড়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান মালিক। সৌজন্যে ইউটিউবার আরমান মালিক। আর এই গণ্ডোগোলের কারণে বেজায় চটেছেন সঙ্গীতশিল্পী। ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আরমান মালিক বেজায় রেগে গিয়ে লিখেছেন, ‘সংবাদমাধ্যম ওকে আরমান মালিক বলা বন্ধ করুক। ওর আসল নাম সন্দীপ! ঈশ্বরের দোহাই, আমার নামের এই অপব্যবহার বন্ধ হোক। ঘুম থেকে ওঠেই ইউটিউবারকে নিয়ে লেখা খবরে চোখ পড়লে বিরক্ত লাগে, ঘৃণা হয়। এধরনের খবর আমাকে আরও বিরক্ত করে তোলে।’ গায়কের দাবি, তাঁর নামের অপব্যবহার হচ্ছে।
এদিকে গায়ক আরমান মালিকের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউটিউবার আরমান মালিক। তাঁর কথায়, ‘খারাপ লাগল এটা শুনে কেউ বলছেন এই ব্যক্তির উপর ঘৃণা হচ্ছে। সংবাদমাধ্যমে আমার নাম আসছে, আসলে আমাকে কিন্তু এই খ্যাতি পেতে কষ্ট করতে হয়েছে। আর যে গায়ক এই কথাগুলো বলছেন, তাঁর পুরো পরিবার বলিউডের সঙ্গে যুক্ত। ওঁকে কষ্ট করে জায়গা করতে হয়নি।’ ইউচিউবার আরও বলেন, ‘হতে পারে এটা নিয়ে বিতর্ক হবে। তবে আমি আমার জায়গায় ঠিক। আর আমার নাম আপনার নাম শুনে রাখা হয়নি, কারণ আপনার থেকে আমি ৫ বছরের বড়। বাড়িতে সন্দীপ এবং আরমান দুই নামেই আমায় ডাকা হয়। তবে কেউ ঘৃণা হচ্ছে বলছেন শুনে খারাপ লাগছে।’
এদিকে নিত্যদিনই চর্চায় থাকেন ইউটিউবার আরমান মালিক। সৌজন্য দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। দুজনকে একসঙ্গে একই বাড়িতে রেখে সংসার করছেন আরমান। এই মুহূর্তে পায়েল ও কৃতিকা দুজনেই অন্তঃসত্ত্বা। আরানের দুই স্ত্রীর একসঙ্গে গর্ভবতী হওয়ার খবর নিয়েও কম চর্চা হয়নি। তবে লোকে যাই বলুন না কেন আরমানের দুই স্ত্রী পায়েল ও কৃতিকার মধ্যে কিন্তু বেশ বন্ধুত্ব।