Bigg Boss-OTT 3র গ্র্যান্ড ফিনালে আগেই নাটকীয় মোড়। শো-থেকে বাদ পড়েছেন সবথেকে চর্চিত প্রতিযোগী আরমান মালিক ও লাভকেশ কাতারিয়া। এদিকে আরমান, লাভকেশ বাদ পড়ায় বিগ বসের বাড়িতে তাঁর সঙ্গীরা অনেকেই হতাশ। বিশেষকরে আবেগতাড়িত হয়ে পড়েন রণবীর শোরে, সানা মকবুল সহ অন্যান্যরা।
এই বাদ দেওয়ার পর্ব শুরু হয়, যখন বিগ বসের তরফে প্রতিযোগীদের অ্যাক্টিভ এরিয়ায় অ্যক্টিভ এরিয়ায় ডেকে পাঠায়। প্রতিযোগীরা সেখানে পৌঁছলে বিগ বস প্রতিযোগীদেরই ঠিক করতে বলে, যে কে শো ছাড়বে? এরপর সবথেকে বেশি ভোট পেয়ে লাভকেশ কাতারিয়া এবং সব থেকে কম ভোট পেয়ে আরমান মালিককেও শো ছাড়তে হয়। আরমান ও লাভকেশ যখন শো ছাড়ছিলেন, তখন অনেকেই তাঁদের বিদায় জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।
এদিকে বিগ বস থেকে বের হয়ে আরমান মালিককে পাপারাৎজির সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁকে পাপারাৎজি বলেন, বিশাল পান্ডেকে চড় মারার ঘটনায় অনেকেই তাঁকে সরিয়ে না দেওয়ায় ঘটনায় বিরক্ত হয়েছিলেন। এমনকি নেটিজেনরাও আরমানকে সমর্থন করছে না। ঠিক তখন আরমান ফের একবার বিশালকে খোঁচা দিয়ে বলেন, ‘ফির ভি হাম উসকে বাদ আয়ে (তারপরেও আমি বিশালের পরেই বাদ পড়েছিলাম)। তবে বিগ বসের যাত্রাপথ কেমন ছিল এই প্রশ্নের উত্তরে আরমান বলেন, ’মজা আ গ্যায়ে (এটি মজার ছিল)'
এদিকে আরমান মালিক ও লাভকেশ কাটারিয়া বাদ পড়ার পর বিগ বস OTT 3 ট্রফির দৌড়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন– সানা মকবুল, সাই কেতন রাও, কৃতিকা মালিক, রণভীর শোরে এবং নাজি। তবে আরমান কাকে বিগ বস ওটিটি ৩ জয়ী হিসাবে দেখতে চান, এই প্রশ্নে আরমান মালিক নিজের বউ কৃতিকা মালিকের নাম কিন্তু নেন নি। আরমান বলেন, আমি চাই রণবীর শোরে এই ট্রফিটি পান। তাঁর কাছে টাকাটা বিষয়ই নয়, তবে তিনিই জয়ের যোগ্য। আমি তাই চাই রণবীরই ট্রফি পান'।
এদিকে আরমানকে যখন প্রশ্ন করা হয় পায়েল নাকি কৃতিকা কাকে তিনি বেছে নেবেন? উত্তরে আরমান বলেন, 'ঈশ্বর পৃথিবীতে নেমে এলেও আমাদের সম্পর্ক খারাপ করতে পারবেন না। আমার স্ত্রীরা যখন একে অপরের সঙ্গে সম্পর্কে খুশি, তাহলে লোকে কে কী বলল, তাতে কী যায় আসে!'