বাংলা নিউজ > বায়োস্কোপ > Armaan Malik: কনসার্টে গান না গেয়ে শুধু ঠোঁট নাড়ানো! শিল্পীদের ওপেন সিক্রেট ফাঁস করলেন আরমান

Armaan Malik: কনসার্টে গান না গেয়ে শুধু ঠোঁট নাড়ানো! শিল্পীদের ওপেন সিক্রেট ফাঁস করলেন আরমান

শিল্পীদের ওপেন সিক্রেট ফাঁস করলেন আরমান

Armaan Malik: লাইভ কনসার্টে আজকাল শিল্পীরা রেকর্ড বাজিয়ে লিপ সিঙ্ক করেন কেবল! বিস্ফোরক দাবি করলেন আরমান। শুধু দাবি নয়, রীতিমত তাঁদের সমালোচনা করলেন।

লাইভ কনসার্টেও লিপ সিঙ্কিং! অবাক হওয়ার কিছু নেই। আজকাল লাইভ কনসার্টে এসব আকছার ঘটছে। যদিও এই বিষয়ে এবার মুখ খুললেন গায়ক আরমান মালিক। ক্ষোভ, বিরক্তি প্রকাশ করে টুইটারে করে ফেললেন একটি পোস্ট। প্রশ্ন তুললেন, এভাবে ভক্তদের ঠকানো কি ঠিক হচ্ছে?

মার্চের ১১ তারিখ, শনিবার আরমান মালিক টুইটারে লাইভ কনসার্ট এবং সেখানে আগে থেকে গান রেকর্ড করে তাতে লিপ সিঙ্ক করা নিয়ে একটি পোস্ট করেন। সেখানে গায়ক লেখেন, 'লাইভ কনসার্টে আজকাল লিপ সিঙ্ক করা বিষয়টা যেন নরমাল হয়ে গিয়েছে। এটা দেখে ভীষণই খারাপ লাগে। আরে ভাই কেন? এত কম এফোর্ট কিসের জন্য?' তিনি এর সঙ্গে আরও লেখেন, 'সব থেকে খারাপ বিষয় কী জানেন? অনেকে তো লিপ সিঙ্কটুকুও করেন না। আগে থেকে রেকর্ড করা গানটি চালিয়ে দিয়ে ভাইব করতে থাকেন দর্শকদের সঙ্গে। এটাকে কি একটা মজা বলে মনে হচ্ছে? আপনারা কি আপনাদের ভক্তদের বিষয়ে একটুও ভাবেন না?'

তিনি আরও লেখেন, 'যখন শিল্পীরা এমন করেন তখন তাঁরা বোঝেন না তাঁরা একটা খারাপ উদাহরণ রাখছেন নতুন প্রজন্মের সামনে? এটাই আমি ভয় পাই। এরপর তো কেউ শিল্পটা শেখার চেষ্টা করবে না। তবুও পারফর্ম করবে।'

আরমান মালিক এমন প্রশ্ন তোলার পর অনেকেই তাতে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি তাঁর এই পোস্টে কমেন্ট করেন, 'হাসি থামছেই না। কে করে এমনটা? কোন শিল্পী তিনি? মানে যা খুশি একটা! এই জন্যই তুমি সেরা। তোমার লাইভ কনসার্ট সেরা।'। এক ব্যক্তি এখানে এমসি স্ট্যানের নাম করে লেখেন, 'এটাই হচ্ছে এখন। এমসি স্ট্যানের কনসার্টে এটাই হল। ও খালি লিপ সিঙ্ক করে। আর লোকজন তাতেই পাগল হয়ে যায়।' আরেক ব্যক্তি লেখেন, 'প্রযুক্তি আর অটো টিউন এই অবস্থা তৈরি করেছে। আগে গায়কদের গাইতে হতো। আর এখন সুর, তালের জ্ঞান নয়, কেবল অ্যাটিচিউড থাকলেই গায়ক হওয়া যায়।'

বন্ধ করুন