বিগ বস OTT সিজন ৩ শুরু হতে না হতেই জমে উঠেছে। আর তার নেপথ্যে মূল কারণ আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। সকলেই জানেন পায়েল এবং কৃতিকা আগে প্রিয় বন্ধু ছিলেন। পরে প্রিয় বন্ধুর স্বামীকেই কৃতিকা বিয়ে করেন। এখন তাঁরা তিনজনেই একসঙ্গে থাকেন। কিন্তু এবার এই গোটা বিষয়ে নিজের দোষ স্বীকার করলেন কৃতিকা।
ভুল স্বীকার কৃতিকার
সম্প্রতি বিগ বস OTT সিজন ৩ এর একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে কৃতিকা বসে আছেন। এবং পায়েল দাঁড়িয়ে আছেন। সেখানেই কৃতিকাকে বলতে শোনা যায়, 'আমি পায়েলের জায়গায় থাকলে আমার খারাপ লাগত। আমি এটা বলছি না যে তোমরা সবাই এখানে বসে আমায় নিয়ে কিছু বললে আমার খারাপ আমার খারাপ লাগবে। কিন্তু আমি জানি আমি ওর জায়গায় থাকলে আমার খারাপ লাগত। আমরা চেষ্টা করেছিলাম। পায়েল চেষ্টা করেছিল সম্পর্ক ভাঙার। আমি বুঝেছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। একটা সুন্দর ছোট সংসার ভেঙে দিলাম।' উত্তরে পায়েল জানান তিনি কিছু বুঝে ওঠার আগেই কৃতিকাকে বিয়ে করে ফেলেন আরমান।
পায়েলের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কী বললেন আরমান?
অন্যদিকে এদিন আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে আরমান মালিককে বিগ বস হাউজের অন্যান্য প্রতিযোগীরা জিজ্ঞেস করেন যে পায়েল যদি দ্বিতীয় বিয়ে করতেন তাহলে কি তিনি সেটা মানতেন? জবাবে আরমান স্পষ্ট জানিয়ে দেন যে না।
আরও পড়ুন: কেরলের কেউ স্কোয়াডে থাকলেই বিশ্বকাপ জিতছে ভারত! উঠে এল অদ্ভুত তথ্য, অবাক নেটপাড়া
আরমানকে এই ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যায়, 'ও কি আরেকটা বিয়ে করে এনে ঘরে সেই বরকে রাখত?' আবার এক প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই প্রশ্নের কোনও জবাব হয়?' পরিশেষে তিনি বলে ওঠেন, ' পায়েল যদি আমাদের বিয়ে না মানত আমি বিয়ে করতাম না। বা এক বাড়িতে থাকতাম না যদি আমি বিয়ে না করে ফেলতাম। আর যদি পায়েল কাউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসত তাহলে বলতাম তুই তোর বাড়িতে গিয়ে থাক, আমায় আমার মতো থাকতে দে।' অর্থাৎ তিনি দুটো স্ত্রী নিয়ে ঘর করলেও, তাঁর কোনও স্ত্রী যদি একসঙ্গে দুটো বিয়ে করতেন তাহলে তিনি মানতেন না।
সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে এই ভিডিয়ো দুটো। সকলেই কৃতিকা এবং আরমানকে ছি ছি করছেন। এক ব্যক্তি লেখেন, 'আরমান কাউকে পাওয়ার যোগ্য নয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন 'যেমন দেবা তেমনই দেবী। দুটোই সমান।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একেবারে দুশ্চরিত্র লোক একটা।'