বলিউডের অন্যতম চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা ফারহান আখতার। সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী নিয়ে তিনি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সম্প্রতি। পরিচালনা থেকে অভিনয়, সেনাবাহিনীদের ওপর নির্মিত সিনেমায় বেশ কয়েকবার কাজ করেছেন তিনি। কাজের স্বার্থে বেশ কয়েকবার পরতে হয়েছে সেনাবাহিনীদের পোশাকও। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
২০০৪ সালে ফারহান পরিচালিত ‘লক্ষ্য’ সিনেমায় হৃতিক রোশনকে দেখা গিয়েছিল একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করতে। সিনেমায় প্রথমে একজন লক্ষহীন যুবকের ভূমিকায় অভিনয় করলেও পরবর্তীকালে হৃতিক যোগদান সেনাবাহিনীতে। ২০১৩ সালে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় ফারহান নিজেই অ্যাথলেটিক মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যার জন্য ফের আরও একবার সেনাবাহিনীর জীবন সম্পর্কে চর্চা করতে হয় তাঁকে।
আরও পড়ুন: স্তন ক্যানসার নিয়ে স্যোশাল মিডিয়ায় এত অকপট কীভাবে? মুখ খুললেন হিনা
আরও পড়ুন: AI দিয়ে তৈরি নকল ব্র্যাড পিট, তার ফাঁদে পা দিয়েই মহিলা হারালেন প্রায় ৭ কোটি টাকা
চলতি বছরে ‘১২০ বাহাদুর’ সিনেমায় অভিনয় করার সুবারে ফের অভিনেতাকে সেনাবাহিনীর পোশাক পরতে হবে ক্যামেরার সামনে। এই সিনেমায় প্রয়াত মেজর শয়তান সিং ভাটির চরিত্রে অভিনয় করবেন তিনি। বলা যেতে পারে, এটি একটি বায়োপিক। পরম বীর চক্র পুরস্কার প্রাপ্ত মেজর চীন ভারত সীমান্তে রেজাং লা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
১২০ বাহাদুর সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে ফারহান বলেন, আমি যখন লক্ষ্য সিনেমাটি পরিচালনা করেছিলাম তখন সেনাবাহিনী সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম। বুঝেছিলাম, সেনাবাহিনী মানেই শৃঙ্খলা, নিয়মাবর্তিতা, প্রটোকল। যে কোনও মানুষের মধ্যেই এগুলি থাকা ভীষণ প্রয়োজন। পরে বিভিন্ন কাজের স্বার্থে সেনাবাহিনীদের সম্পর্কে আরও কিছু জানার সুযোগ আসে আমার।
আরও পড়ুন: ২৬ বছরের ছোট মেয়েকে ২য় বিয়ে, বউ ধর্মান্তরিত হতেই সাহিল বলছেন ‘আমি গর্বিত ও ইসলাম গ্রহণ করেছে…’
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ৯৬ বছরে প্রথমবার বাতিল হতে পারে অস্কার! দেখে নিন বিস্তারিত
ফারহান আরও বলেন, আপনি যখন সেনাবাহিনীর পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়ান, তখন আপনা আপনি আপনার ব্যক্তিত্ব পাল্টে যায়। আপনি হয়ত জানেন আপনি অভিনয় করছেন কিন্তু এই পোশাকটি পড়লে আপনার কথা বলার স্টাইল, হাঁটাচলা সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এক কথায় এটাই সত্যিই অবিশ্বাস্য।
অভিনেতা বলেন, সেনাবাহিনীর ওপর তৈরি করা সব ছবি ছাড়পত্র পায় না। তবে আমার ক্ষেত্রে কখনও এই সমস্যা হয়নি। আমি সত্যিই আশীর্বাদ প্রাপ্ত। লক্ষ্য থেকে ১২০ বাহাদুর, প্রত্যেক সিনেমার মাধ্যমে সেনাবাহিনীদের ছোট ছোট অজানা কাহিনী সকলের সামনে তুলে ধরতে চেয়েছি আমি। সিনেমাটি যদি আপনি কোনও উদ্দেশ্য নিয়ে বানান, তাহলে নিশ্চয়ই তা সফল হবে।