২০ মে ২০২০ সাল। বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান। ১৩০ কিমি বেগে ধেয়ে আসা ঝড়ে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। আমফানের মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কাহিনি এবার আসতে চলেছে ছোটপর্দায়। কীভাবে মায়ের থেকে সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে আমফান, তা নিয়েই স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’।
শুধু আমফান নয়, সমাজের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের জীবন তুলে ধরা হবে এই ধারাবাহিকে। গ্রামের সহজ, সরল প্রাণোচ্ছ্বল এক মেয়ের গল্প। যার বাবা নেই। অনেক কষ্ট করে মা মানুষ করেছে তাঁকে। সদ্য ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মা পেশায় ইটভাটার কর্মী। অভাব-অনটনের সংসার। ইটভাটার শ্রমিক মায়ের, মেয়ের স্বপ্ন বড় জিমনাস্ট হতে চাওয়া। তাঁদের জীবনে বাধা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর আমফান। বিপর্যয়ের রাতে জলের তোড়ে মা-মেয়ের জীবনের মোড় ঘুরে যায়।
আমফানের বন্যায় ঘর ভেঙে যায় ফড়িংদের। বাণভাসী গ্রামে জলের তোড়ে ভেসে গিয়ে আলাদা হয়ে যায় মা-মেয়ে। এক গাছের গুঁড়ি ধরে কোনও মতে প্রাণ বাঁচে ফড়িং-এর। সেই বন্য়া থেকেই ফড়িংকে প্রাণে বাঁচায় ব্য়াঙ্কে কর্মরত অভ্রদীপ। অফিস থেকে ত্রাণের কাজে সেই গ্রামে এসেছিল সে। নিজের বাড়িতে সে আশ্রয় দেয় ফড়িং-কে।
মা-মেয়ের কী আবার দেখা হবে? সেই নিয়েই নতুন বছরের ১০ জানুয়ারি থেকে টেলিকাস্ট হবে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘মৌয়ের বাড়ি’ ধারাবাহিকের ‘পাখি’ খেয়ালি মণ্ডল। রয়েছেন অভিনেত্রী শাওলি চট্টোপাধ্যায়। অভ্রদীপ-এর চরিত্রে রয়েছেন ‘শ্রীময়ী’, ‘আলোছায়া’ খ্যাত অর্ণব বন্দ্যোপাধ্যায়।