বাংলা নিউজ > বায়োস্কোপ > আমফানে বন্যায় আলাদা হয়ে যায় মা-মেয়ে! জীবন সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘আলতা ফড়িং’

আমফানে বন্যায় আলাদা হয়ে যায় মা-মেয়ে! জীবন সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘আলতা ফড়িং’

আসছে ‘আলতা ফড়িং’

জীবন সংগ্রামের এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় আসছে ‘আলতা ফড়িং’।

২০ মে ২০২০ সাল। বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান। ১৩০ কিমি বেগে ধেয়ে আসা ঝড়ে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। আমফানের মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কাহিনি এবার আসতে চলেছে ছোটপর্দায়। কীভাবে মায়ের থেকে সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে আমফান, তা নিয়েই স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’।

শুধু আমফান নয়, সমাজের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের জীবন তুলে ধরা হবে এই ধারাবাহিকে। গ্রামের সহজ, সরল প্রাণোচ্ছ্বল এক মেয়ের গল্প। যার বাবা নেই। অনেক কষ্ট করে মা মানুষ করেছে তাঁকে। সদ্য ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মা পেশায় ইটভাটার কর্মী। অভাব-অনটনের সংসার। ইটভাটার শ্রমিক মায়ের, মেয়ের স্বপ্ন বড় জিমনাস্ট হতে চাওয়া। তাঁদের জীবনে বাধা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর আমফান। বিপর্যয়ের রাতে জলের তোড়ে মা-মেয়ের জীবনের মোড় ঘুরে যায়।

আমফানের বন্যায় ঘর ভেঙে যায় ফড়িংদের। বাণভাসী গ্রামে জলের তোড়ে ভেসে গিয়ে আলাদা হয়ে যায় মা-মেয়ে। এক গাছের গুঁড়ি ধরে কোনও মতে প্রাণ বাঁচে ফড়িং-এর। সেই বন্য়া থেকেই ফড়িংকে প্রাণে বাঁচায় ব্য়াঙ্কে কর্মরত অভ্রদীপ। অফিস থেকে ত্রাণের কাজে সেই গ্রামে এসেছিল সে। নিজের বাড়িতে সে আশ্রয় দেয় ফড়িং-কে। 

মা-মেয়ের কী আবার দেখা হবে? সেই নিয়েই নতুন বছরের ১০ জানুয়ারি থেকে টেলিকাস্ট হবে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘মৌয়ের বাড়ি’ ধারাবাহিকের ‘পাখি’ খেয়ালি মণ্ডল। রয়েছেন অভিনেত্রী শাওলি চট্টোপাধ্যায়। অভ্রদীপ-এর চরিত্রে রয়েছেন ‘শ্রীময়ী’, ‘আলোছায়া’ খ্যাত অর্ণব বন্দ্যোপাধ্যায়। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর ‘আমি নাকি BJP করি…’, অরিত্রর বাড়িতে হামলা! 'পরের উত্তরটা অভিষেক-মমতার থেকে নেব' নবরাত্রিতে রীতি মেনে কন্যা পুজো করলেন ভিকি-অঙ্কিতা শতরান হাতছাড়া পান্ডিয়ার, নিখিলদের ব্যাটে অজিদের বিরুদ্ধে বড় ইনিংসের পথে ভারত শারদীয়া নবরাত্রির এই ৯ দিনে করুন লবঙ্গ দিয়ে এই কাজ, ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে বাবা পাকিস্তানি হলেও, মা ছিলেন জম্মুর মেয়ে, মাতৃহারা আদনান সামি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.