বাংলা নিউজ > বায়োস্কোপ > Varanasi Junction: বারাণসীতে ধর্ম ও রাজনীতির জটিল যোগ, ওয়েব সিরিজে তুলে ধরলেন রিঙ্গো

Varanasi Junction: বারাণসীতে ধর্ম ও রাজনীতির জটিল যোগ, ওয়েব সিরিজে তুলে ধরলেন রিঙ্গো

টানটান রোমাঞ্চ নিয়ে থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে আসছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়

Varanasi Junction: টানটান রোমাঞ্চ নিয়ে থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে আসছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ওয়েব সিরিজের নাম বারাণসী জংশন। খুব শীঘ্রই এই ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে।

মোবাইলে শ্যুট করা হয়েছে একটি গোটা ওয়েব সিরিজ। ভাবা যায়! তাও কিনা আবার আদ্যোপান্ত একটি থ্রিলার ছবি। ভারতের অন্যতম তীর্থক্ষেত্র বারাণসীতে শ্যুট করা হয়েছে এই ছবি। নামও এই তীর্থক্ষেত্রর উপরেই, বারাণসী জংশন।

এই প্রাচীন শহরের ধর্ম, তার রাজনীতি, ইত্যাদি নিয়ে এই জায়গার অলিগলি ঘুরে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপট তৈরি করে এই থ্রিলার ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে। জানা গিয়েছে এটি একটি টানটান রোমহর্ষক, উত্তেজনায় ভরপুর থ্রিলারধর্মী ওয়েব সিরিজ হতে চলেছে।

এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিচালিত এই থ্রিলার সিরিজটি আগামীতে ক্লিক প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। আগামী মার্চ মাসেই এটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

অর্ণবের পরিচালিত এই সিরিজটি পুরোপুরি শ্যুট করা হয়েছে মোবাইলে। এটাই এই সিরিজের বিশেষত্ব। যদিও মোবাইলে শ্যুট করে যে ছবি বানানো যায় এই এক্সপেরিমেন্টটা বলিউডে আগেই হয়ে গিয়েছে। করেছেন স্বয়ং বিশাল ভরদ্বাজ এবং সঞ্জয় লীলা ভানুশালি।

সকলেই জানে যে বারাণসীর অলিগলি জুড়ে রয়েছে ধর্ম এবং রাজনীতি। দুইয়ের মিশেলে ভরে আছে এই প্রাচীন শহর। আর তার উপরেই ভিত্তি করে তৈরি করা হয়েছে এই রোমহর্ষক থ্রিলার ওয়েব সিরিজটি। দ্রুত গতিতে এগিয়ে যাবে এই সিরিজ। তবুও তার পরতে পরতে ধরা পড়বে টানটান উত্তেজনা। সর্বত্রই যেন লুকানো থাকবে বিপদের মারণ ফাঁদ।

<p>ছবির দৃশ্য</p>

ছবির দৃশ্য

গল্পে উঠে আসবে এক ইউটিউব ব্লগারের নিখোঁজ হয়ে যাওয়া। তাঁর এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে কীভাবে এক মহিলা সাংবাদিক জড়িয়ে পড়েন এবং ভয়ানক বিপদের সম্মুখীন হন সেটাই ধরা পড়বে এই ছবিতে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে বারাণসীর বুকে যে অন্ধকার জগতে আছে সেটার টের পান ওই মহিলা সাংবাদিক, এবং ক্রমে তিনি বুঝতে পারেন যে এখানকার ভয়ানক দুষ্কৃতী চক্রের মূল নিশানায় আছেন তিনি। একই সঙ্গে বোঝেন এই শহরে ছড়িয়ে আছে অধর্মের কালো দিক। তার মধ্যে থেকে তিনি কী করে লড়াই চালান সেটাই বারাণসী জংশনে উঠে আসে। কী করে তিনি এই গোটা চক্র থেকে বেরিয়ে আসেন সেটাই এখানে দেখা যাবে।

বারাণসী জংশনের গল্প লেখা থেকে শ্যুটিং করা, সম্পাদনা সবটাই অর্ণব নিজেই করেছেন। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অমৃতা মুখোপাধ্যায়কে। সঙ্গে থাকবেন জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.