বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit-Arpita: নিন্দকদের মুখে ছাই! ছেলের জন্মদিনের পার্টিতে রোম্যান্টিক প্রসেনজিৎ-অর্পিতা, ফাটিয়ে নাচলেন

Prosenjit-Arpita: নিন্দকদের মুখে ছাই! ছেলের জন্মদিনের পার্টিতে রোম্যান্টিক প্রসেনজিৎ-অর্পিতা, ফাটিয়ে নাচলেন

মিশুকের জন্মদিনের পার্টিতে প্রসেনজিৎ-অর্পিতার নাচ

Prosenjit-Arpita: ছেলে তৃষাণজিতের ১৮তম জন্মদিনের পার্টিতে নজর কাড়ল প্রসেনজিৎ-অর্পিতার রসায়ন। ডান্স ফ্লোর মাতালো তারকা দম্পতি। 

ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন নেই। খুব বেশি একফ্রেমে ধরা দেন না প্রসেনজিৎ-অর্পিতা। ‘প্রসেনজিৎ ঘরণী’ তকমা তাঁর মোটেই পছন্দ নয়, সে কথা বহুবার প্রকাশ্যে বলেছেন অর্পিতা। তবে নিন্দকদের মুখে ছাই ঢেলে ছেলের জন্মদিনের পার্টিতে ফের কাছাকাছি প্রসেনজিৎ-অর্পিতা। পুরোনো দিনে ফিরে গেলেন টলিউডের এই দম্পতি। পরস্পরের হাতে হাত রেখে নাচলেন, আর সাক্ষী থাকলেন দেব, অঙ্কুশ-ঐন্দ্রিলা, সোহমরা।

শুক্রবার ছিল প্রসেনজিৎ-অর্পিতা পুত্র তৃষাণজিতের ১৮তম জন্মদিন। আর ছেলের এই বিশেষ দিনটা আরও খাস করে তুলতে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন প্রসেনজিৎ। সেখানেই হাজির ছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। মিশুক (তৃষাণজিৎ-এর ডাক নাম)-এর জন্মদিনের পার্টির একাধিক মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন বাবার সুপারহিট গান ‘চিরদিনই তুমি যে আমার’-এ নাচল তৃষাণজিৎ, সঙ্গ দিলেন প্রসেনজিৎ। এরপর মা-ছেলের যুগলবন্দি নজরে এল ডান্স ফ্লোরে। ‘প্রতিবাদ’ ছবির গানে প্রসেনজিৎ নয়, ছেলের সঙ্গে পা মেলালেন অর্পিতা। এরপর এল সেই মুহূর্ত! অর্পিতার সঙ্গে নাচলেন প্রসেনজিৎ, তারকা জুটির রসায়ন এতো বছরেও যে ফিকে হয়নি তা স্পষ্ট। ‘লে ক্যাওড়া’ গানে বাবা-মায়ের সঙ্গে নাচতে দেখা গেল তৃষাণজিৎ-কেও।

২০০২ সালে অর্পণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয় বিয়ে ভাঙার পর সহকর্মী অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। দেখতে দেখেত দাম্পত্যের দু-দশক পার করে ফেলেছেন এই জুটি।

<p>ছেলের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোরে প্রসেনজিৎ-অর্পিতা (ছবি-ফেসবুক)</p>

ছেলের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোরে প্রসেনজিৎ-অর্পিতা (ছবি-ফেসবুক)

আরও পড়ুন-প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র? জন্মদিনে বিশেষ মানুষের ছবি সামনে আনলেন তৃষাণজিৎ!

মিশুকের জন্মদিনের পার্টিতে বিশেষ চর্চায় থাকল কেক। ছেলে আর্জেন্টিনার ভক্ত, লিও মেসির ‘ডাই হার্ট ফ্যান’। মেসিদের বিশ্বকাপ জয়ের থিমই উঠে এল মিশুকের ১৮তম জন্মদিনের কেকে। কেক কেটে বাবা-মা'র পা ছুঁয়ে আর্শীবাদ নিতেও দেখা গিয়েছে প্রসেনজিৎ-অর্পিতা পুত্রকে। তারকা দম্পতি বহুবার জানিয়েছেন অভিনয়ে বিশেষ আগ্রহ নেই মিশুকের। ফুটবলই ছেলের ধ্যানজ্ঞান। বিদেশে পড়াশোনা করছে তৃষাণজিৎ, সঙ্গে সমানতালে চলছে ফুটবল প্র্যাক্টিস।

আরও পড়ুন-রিক্সায় চেপে এন্ট্রি! ‘কলকাতার রসগোল্লা’ গানে ফাটিয়ে নাচ,বর্ধমানের মন জিতল মিঠাই

দিন কয়েক আগে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির গানে রিল ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল মিশুক। এবার জন্মদিনের পার্টিতে নেচে ভাইরাল মিশুক। সবার মনেই প্রশ্ন, চট্টোপাধ্যায় পরিবারের নতুন প্রজন্ম কি পরিবারের পরম্পরা বজায় রেখে অভিনয়ে আসবে না? উত্তরটা তো সময়ই বলে দেবে। তবে সুদর্শন তৃষাণজিৎ-কে দেখে মুগ্ধ নেটপাড়া।

বায়োস্কোপ খবর

Latest News

স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া দুর্গাপুজোর প্রাক্কালেই হাতে এল নতুন চাকরি, এবার উৎসবে ফিরলেন চাকরিপ্রার্থীরা কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.