আবার সাহিত্য নির্ভর ছবি আসতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে । রবি ঠাকুরের ' দুই বোন' অবলম্বনে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় আগমন হবে ‘মায়ামৃগয়া’ -র । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরে প্রোডাকশনের কাজ । ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করবেন অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। বড় বোন শর্মিলার চরিত্রে থাকছেন অর্পিতা এবং ছোট বোন ঊর্মিমালার চরিত্রে ঋতাভরীকে দেখা যাবে । অন্যদিকে শশাঙ্কর চরিত্রের জন্য ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন পরিচালক । এছাড়াও অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ চরিত্র 'রোকেয়া'র ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায়। ছবির ফার্স্ট লুক পোস্টারও ইতিমধ্যেই সামনে এসেছে।

কবিগুরুর জীবনের শেষ তিনটি উপন্যাসের একটি ' দুই বোন ‘ । ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রবাদপ্রতিম শিল্পী বিক্রম ঘোষ । যেহেতু পিরিয়ড ফিল্ম , কাজেই আর্ট ডিরেকশনের দায়িত্ব সামলাচ্ছেন দু’বার জাতীয় পুরস্কারে সম্মানিত শিল্পী ইন্দ্রনীল ঘোষ | এছাড়াও ওয়ার্কশপের দায়িত্বে রয়েছেন সোহাগ সেন । সিনেমাটোগ্রাফিতে থাকছেন তিয়াসা সেন।
এর আগে বিভূতিভূষণের অপু ট্রিলজির শেষ অংশ নিয়ে অভিযাত্রিক তৈরি করেছেন শুভ্রজিৎ মিত্র, করোনার জেরে আপাতত আটকে ছবির মুক্তি। এর মাঝেই নতুন ছবির ঘোষণা সেরে ফেললেন পরিচালক। জানা গিয়েছে মায়ামৃগয়ার শ্যুটিং লোকেশনের জন্য আলমোড়া, শান্তিনিকেতন, ও মুর্শিদাবাদকেই বেছে নিয়েছেন পরিচালক ।সব ঠিক থাকলে এই বছরের শেষেই শুরু হবে ছবির শ্যুটিং।