বান্দ্রায় অবস্থিত নিজেদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করলেন সলমান খানের বোন অর্পিতা খান শর্মা এবং স্বামী আয়ুশ শর্মা। বিক্রিত মূল্য ২২ কোটি টাকা বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একজন পাপারাজ্জোর শেয়ার করা সর্বশেষ আপডেট অনুযায়ী, অর্পিতা খান শর্মা এবং আয়ুশ শর্মা তাঁদের বিখ্যাত বান্দ্রার পার্টি প্যাডটি ২২ কোটিতে বিক্রি করেছেন এবং ওয়ার্লির একটি বিলাসবহুল বাড়িতে শিফট করেছেন।
জানা গিয়েছে, অর্পিতার বিয়ের তারিখ ঘোষণার আগেই বান্দ্রায় এই সুন্দর বিলাসবহুল উপহার দিয়েছিলেন সলমন। রিপোর্ট অনুযায়ী, এটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত। এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে খান পরিবার বসবাস করে।
আরও পড়ুন: (‘হার্ট’ এঁকেই করওয়া চৌথ উদযাপন পরিণীতির, সঙ্গে আর কী কী হল বাড়িতে)
আরও পড়ুন: (‘বলিউড সিনেমা রাশিয়াতে বেশি চলে…’ ব্রিকস সম্মেলনে জানালেন পুতিন)
অপরদিকে, চলতি বছরের এপ্রিল মাসে সলমন খানের বাসভবন গ্যালক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলি চালায় কিছু দুষ্কৃতি। একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউডের সুপারস্টারকে। শুধু সলমন নন, তাঁর বাবাকেও হুমকি দেওয়া হয়েছে ক্রমাগত। অক্টোবরের শুরুতে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করা হয়। এর পিছনে বিষ্ণোইরা আছে বলে, মত একাংশের।
এই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে, অভিনেতার বয়ান তাঁরই অংশ। ২০২৪ সালের জানুয়ারি মাসে পানভেলের কাছে তাঁর ফার্মহাউসে ভুয়ো পরিচয় ব্যবহার করে ঢোকার চেষ্টা করে দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
আরও পড়ুন: (যেন অপ্সরা! ভাইয়ের ছবির স্ক্রিনিং-এ রূপোলি ঝলমলে পোশাকে তাক লাগালেন প্রিয়াঙ্কা)
এর আগে, ২০২২ সালে তাঁর বিল্ডিংয়ের বিপরীতে থাকা একটি বেঞ্চে একটি হুমকি চিঠি পাওয়া গিয়েছিল, এরপর ২০২৩ সালের মার্চ মাসে সলমন খানের কাছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি ইমেল হুমকি আসে, ভাইজান জানিয়েছিলেন পুলিশকে।
২০১১ সালে একটি পার্টিতে কমন ফ্রেন্ডদের মাধ্যমে আলাপ, এরপর ২০১৪ সালের নভেম্বর মাসে তাঁরা গাঁটছড়া বাঁধেন অর্পিত আর আয়ুশ। তাঁদের আহিল নামে একটি ছেলে ও আয়াত নামে একটি মেয়ে রয়েছে। বিয়ের ৫ বছরের মধ্যেই ২০১৯ সালে শোনা গিয়েছিল, আয়ুশ আর অর্পিতার নাকি ডিভোর্স হচ্ছে। যদিও তখন সেই খবরে মুখ খোলেনি খান পরিবারের কেউই।তবে আয়ুশ পরবর্তীকালে ডিভোর্সের জল্পনা উড়িয়ে দেন।