প্রতারণার মামলায় বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পঞ্জাবের লুধিয়ানার একটি আদালত। লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন।
লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না বাদীর হয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, মূল অভিযুক্ত মোহিত শুক্লা তাঁকে প্রলোভন দেখিয়ে জাল ‘রিজিকা কয়েন’ বিনিয়োগের চেষ্টা করেন। আদালত সোনু সুদকে এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছিল, কিন্তু অভিনেতা সমন এড়িয়ে যান।
এর ফলে লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন। লুধিয়ানা আদালত মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে সোনু সুদকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে, 'সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল।'
এছাড়াও লেখা হয়েছে যে, ‘এই গ্রেফতারি পরোয়ানা ১০-২-২০২৫-এর মধ্য কার্যকর করে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।’ আর গ্রেফতার করা না হলে, কেন আদেশ কার্যক করা হয়নি, সেটাও লিখিত জানাতে হবে বলে নির্দেশ এসেছে আদালতের তরফে।