বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ফালতু’ চরিত্র 'সার্কিট', তবু ‘মুন্নাভাই’-এ রাজি হয়েছিলেন আরশাদ, কেন জানেন?

‘ফালতু’ চরিত্র 'সার্কিট', তবু ‘মুন্নাভাই’-এ রাজি হয়েছিলেন আরশাদ, কেন জানেন?

'মুন্নাভাই' ও 'সার্কিট' এর চরিত্রে যথাক্রমে সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি।

'সার্কিট' চরিত্রে অভিনয় করে রাতারাতি স্পটলাইটে চলে আসেন আরশাদ ওয়ার্সি।

'সার্কিট' চরিত্রটি আঁকড়ে ধরে নিজের ডুবন্ত কেরিয়ারটি বাঁচিয়েছিলেন আরশাদ ওয়ার্সি। শুধুই বাঁচানো বললে ভুল, সবাইকে চমকে দিয়ে কামব্যাক করেছিলেন বলিপাড়ায়। রাতারাতি স্পটলাইটে চলে আসেন তিনি। ২০০৩ সালে রাজকুমার হিরানি পরিচালিত 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে 'মুন্নাভাই '-এর সর্বক্ষণের সঙ্গী 'সার্কিট'-এর ভূমিকায় দর্শকদের সামনে প্রথমবার হাজির হয়েছিলেন আরশাদ। ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল 'সার্কিট'। তবে এক সাক্ষাৎকারে আরশাদ জানিয়েছেন স্রেফ সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে পারবেন বলেই 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন তিনি।

ছবিতে এতটাই দুরন্ত ছিল আরশাদের অভিনয় যে সেই বছরের ফিল্মফেয়ারের 'সহ-অভিনেতা'-র বিভাগে সেরার পুরস্কারটি নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি। এরপর ২০০৬ সালে 'লগে রহো মুন্নাভাই' ছবিতে ফের একবার 'সার্কিট' হিসেবে হাজির হয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে 'সার্কিট'-এর প্রসঙ্গ উঠতেই আরশাদ সোজাসুজি জানিয়েছেন একেবারে 'অর্থহীন' ওই চরিত্রটি। স্রেফ সঞ্জয় দত্ত ছবিতে ছিলেন বলেই 'সার্কিট' সাজতে রাজি হয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া ওই সাক্ষাৎকারে আরশাদ বলেছেন, 'শুধুমাত্র সঞ্জু (সঞ্জয় দত্ত) ওই ছবিতে ছিল বলেই 'সার্কিট' সাজতে রাজি হয়েছিলাম। নইলে রাজু (রাজকুমার হিরানি)- নিজেও জানেন 'সার্কিট' চরিত্রটি কতটা অর্থহীন। ক'জন জানে আমি জানি না তবে মার্কণ্ড দেশপাণ্ডের মতো অভিনেতাও সার্কিট সাজার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন!' তবে পাশাপাশি আরশাদ এও বলেন ছবির গল্প যদি ভালো হয় তবে সেই ছবিতে অভিনয় করে আনন্দ লাগে। একজন অভিনেতা হিসেবে কোনও ছবি বাছাইয়ের ক্ষেত্রে তিনি খেয়াল রাখেন একজন দর্শক হিসেবে ওই চরিত্রটি তাঁর কেমন লাগবে। দর্শক হিসেবে তাঁর নিজের যদি আগ্রহ তৈরি হয় ওই চরিত্রটির ব্যাপারে, তবেই তিনি পর্দায় সেই ভূমিকায় অভিনয় করবেন। এভাবেই ছবির প্রস্তাবে রাজি হন আরশাদ।

বন্ধ করুন