আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার জলি এলএলবি ৩-এ একসঙ্গে কাজ করতে চলেছেন। আরশাদ প্রথম ছবি জলি এলএলবি-তে অভিনয় করেছিলেন, যা ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এবং হিট হয়েছিল। তারপর সিক্যুয়েল ঘোষণা হতেই দেখা যায়, মুখ্য চরিত্রে আরশাদের জায়গায় এসে গিয়েছেন অক্ষয় কুমার। এবার ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরশাদ জানালেন কেন তিনি এই ছবির অংশ ছিলেন না।
আড্ডায় আরশাদ বলেন, ‘ছবির (Jolly LLB 2) চিত্রনাট্য আমার পছন্দ হয়নি। এটা কিন্তু মোটেও আঙুর ফল টকের কেস নয়। আমি শুধু সৎ হচ্ছি। আমি লোভী লোক নই। তাই আমার কাছে আসা প্রতিটা সিনেমা করতেও চাই না। আমাকে ঘর থেকে বের করা আসলে খুব মুশকিল। আমি মারাত্মক অলস।’
আরও পড়ুন: ‘নামব গেমে?’, চ্যালেঞ্জ দিল বং গাই! পালটা তৃণমূল সমর্থক, ‘যে কুকুর চিল্লায় সে…’
'আমি সুভাষকে বলেছিলাম অক্ষয়কে নিয়ে যেতে',
এরপর আরশাদ বলেন, সিক্যুয়েলের জন্য তিনিই অক্ষয়ের নাম সুপারিশ করেছিলেন। বলেন, ‘আমার মনে হয় ফক্স স্টার স্টুডিয়ো (জলি এলএলবি ২-এর প্রযোজনা সংস্থা) অক্ষয়কে নিয়ে সিনেমাটা করতে চেয়েছিল। অক্ষয় নিজেও চেয়েছিল করতে। আমিও স্ক্রিপ্টটি নিয়ে পুরোপুরি খুশি ছিলাম। তবে হ্যাঁ, আমি তাও এটি করতাম, কারণ এটি পরিচালনা করছিল সুভাষ কাপুর। ও আমার খুব ভালো বন্ধু। ও যদি বলে, ‘এটা সবচেয়ে বাজে ছবি’, তাহলেও আমি সেটা করব। আমি আসলে ওকে অক্ষয়কে নিয়ে ছবিটি তৈরি করতে বলেছিলাম কারণ আমার সঙ্গে ৫০০ লোকের ভিড় পেলে, অক্ষয়ের সঙ্গে তা ৫০০০ হয়ে যায়।’
'জলি এলএলবি ৩'-এ আরশাদ ও অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে, হুমা কুরেশি ও অমৃতা রাওকে। এছাড়াও রয়েছেন সৌরভ শুক্লা, যিনি বিচারপতি ত্রিপাঠির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে।