বাংলা নিউজ > বায়োস্কোপ > Arshad Warsi on Jolly LLB 3: আসছে ‘জলি এলএলবি ৩’, আইনি লড়াইয়ে এবার মুখোমুখি হবেন অক্ষয়-আরশাদ

Arshad Warsi on Jolly LLB 3: আসছে ‘জলি এলএলবি ৩’, আইনি লড়াইয়ে এবার মুখোমুখি হবেন অক্ষয়-আরশাদ

আসছে ‘জলি এলএলবি ৩’

Arshad Warsi on Jolly LLB 3: ফিরছে ‘জলি এলএলবি’। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের ছবিতে মুখোমুখি হবেন আরশাদ ওয়ার্সি এবং অক্ষয় কুমার। এই তথ্য নিজেই জানালেন অভিনেতা।

করোনা পরবর্তী সময়ে একাধিক বলি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। গুটিকয় ছবি নিয়ে চর্চা চলেছে, উন্মাদনা তৈরি হয়েছে বা সেগুলো বক্স অফিসে কোটির গণ্ডি পেরিয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে দর্শকদের হলে ফেরানো এবং বিনিয়োগ করা টাকা ওঠানোর সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে আগের হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসা। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজির তরফে এবার নিয়ে আসা হতে চলেছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যেই এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়ে গিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। দুটো ছবিই বক্স অফিসে বেশ হিট করেছিল। এবার জানা গেল এই দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। তাঁরা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দুই জলির টক্কর দেখা যাবে। মুখোমুখি লড়াই হবে অক্ষয় এবং আরশাদের।

একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি জানিয়েছেন যে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসছে। একই সঙ্গে তিনি বলেছেন ‘মুন্নাভাই ৩’ হচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে বলেন সঞ্জয় দত্ত, তিনি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন এই ছবি বানাতে, তবুও সেটা হচ্ছে না। তবে ‘জলি এলএলবি ৩’ আসছে। আগামী বছরেই শুরু হবে এই ছবির শুটিং। এমনটাই খোদ অভিনেতা জানিয়েছেন।

কথা প্রসঙ্গে আরশাদ আরও জানান তিনি চান যাতে গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরের ভাগ আসে। অভিনেতার কথায়, 'আমি চাই একদিন ঘুম থেকে উঠেই যেন রোহিত শেট্টির ফোন পাই, আর ও যেন আমায় জানায় যে ওরা গোয়াতে গোলমাল ৫ -এর শুটিং করছে।'

প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে মোটেই চলেনি ছবিটি।

বন্ধ করুন