শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ নভেম্বর প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাৎ ৭ ডিসেম্বর, শনিবার নন্দন চত্বরে উৎসবের মাঝে অন্য মেজাজ দেখা গেল। বাংলাদেশের অশান্তির আঁচ যে এখানেও লেগেছে সেটা স্পষ্ট হল। ওপার বাংলায় চিন্ময়কৃষ্ণ দাসকে যে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে জমায়েত করেছিলেন শিল্পীরা।
কী ঘটেছে এদিন নন্দনে?
অন্যান্যবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম কেন্দ্র হল নন্দন। বহু সিনেমাপ্রেমী মানুষ এই সময় সেখানে ভিড় জমান। কিন্তু এদিন সেই চেনা ছবিটা একটু অন্য রকম ঠেকল। এদিন বাংলাদেশে যে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদ করেন শিল্পীরা। গানে গানে, কবিতা পাঠ করে জানালেন প্রতিবাদ।
এদিন শিল্পীরা তাঁদের এই প্রতিবাদে দুটো দাবি জানান। প্রথমত চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি। এবং দ্বিতীয়ত ভারতের জাতীয় পতাকার যে অবমাননা করা হয়েছে, যাঁরা করেছেন তাঁদের শাস্তি।
কালচার অব লিটারারি ফোরামের শিল্পীরা এদিন সমবেত হয়েছিলেন। তাঁরাই পতাকা হাতে প্রতিবাদ জানান। নন্দন চত্বরের রানুছায়া মঞ্চের সামনে তাঁরা বাংলার সংস্কৃতির মাধ্যমেই প্রতিবাদ করেন। চলে নাচ, গান, কবিতা পাঠ।
কেবল কালচার অব লিটারারি ফোরামের শিল্পীরা নন, এদিন এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বরাও। তাঁদের মধ্যে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ছিলেন বাংলার একাধিক কবি এবং সাহিত্যিকরা।
প্রসঙ্গত এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোনও বাংলাদেশি ছবি দেখানো হচ্ছে না।
আরও পড়ুন: বাংলা গানে না, শ্রোতাকে ভৎর্সনা ইমনের! ভিডিয়ো ভাইরাল হতেই বললেন, 'সমানে বিরক্ত করছিল, আবার যদি...'