বাংলা নিউজ > বায়োস্কোপ > আন্দোলনকারীদের উপর গরম জল ঢালতে বলা অভিনেত্রী অরুণার নামে খুনের চেষ্টার মামলা, অভিযুক্ত রোকেয়াও

আন্দোলনকারীদের উপর গরম জল ঢালতে বলা অভিনেত্রী অরুণার নামে খুনের চেষ্টার মামলা, অভিযুক্ত রোকেয়াও

আন্দোলনকারীদের উপর গরম জল ঢালতে বলা অভিনেত্রী অরুণার নামে খুনের চেষ্টার মামলা

হাসিনা-পন্থীদের বিরুদ্ধে একের পর এক মামলা। এবার খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী। ছাত্রদের উপর গরম জল ঢালার কথা বলে আগেই বিতর্কে জড়িয়েছেন অরুণা। 

কোটা-সংস্কার আন্দোলনের পর বাংলাদেশে এখন পালাবদলে পরিস্থিতি। চারিদিক উত্তপ্ত, অশান্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে হাসিনা-পন্থী শিল্পীরাও কোণঠাসা। কেউ গা ঢাকা দিয়েছেন, তো কেউ একদম চুপ। এবার বড় বিপাকে বাংলাদেশের দুই নামী অভিনেত্রী। 

হাসিনার আমলে টেলিভিশন প্রগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে আগেই পদ থেকে সরানো হয়েছিল তাঁকে, এবার সরাসরি খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত অভিনেত্রী। শুধু রোকেয়া নন, তাঁর সঙ্গে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে অরুণা বিশ্বাসেরও। 

আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাস। গত সোমবার বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার মূল অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফআইআরে নাম রয়েছে আরও ১৭৯ জনের। সেই তালিকাতেই রয়েছেন রোকেয়া ও অরুণা। 

নোয়াগাঁ উপজেলার লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) নামের এক ব্যক্তি এই মামলাটি করেছেন, বলে জানাচ্ছে সে দেশের সংবাদমাধ্যম। গত ২০ জুলাই কাঁচপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন পুলিসের গুলিতে পা হারিয়েছেন ওই যুবক। এরপরই নতুন সরকারের কাছে নিজের সঙ্গে হওয়ার ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। 

 অভিযুক্ত তালিকায় শেখ হাসিনা, রোকেয়া, অরুণা ছাড়াও নাম রয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, অ্যাড. কামরুল ইসলাম, ডিবির হারুন-অর-রশীদ, প্রাক্তন এমপি নজরুল ইসলাম বাবুসহ সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। 

ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ ঘনিষ্ঠ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন, সেই গ্রুপেরও সদস্যা ছিলেন অরুণা ও রোকেয়া। সেখানে ছাত্র-আন্দোলন বিরোধী অবস্থা নিতে দেখা গিয়েছিল তাঁদের। অরুণা বিশ্বাস তো ছাত্রদের উপর ‘গরম জল ঢেলে দাও’ এমন নিদানও দিয়েছিলেন, যা পরবর্তীতে ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে সামনে এসেছে। 

আন্দোলনকারীদের দমাতে ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেন এই তারকা, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও। সেই ঘটনা জানাজানি হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। পরে সাফাই দিয়ে তিনি বলেছিলেন,  ‘আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.